প্রীতি পোদ্দার, কলকাতা: ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নিয়োগ দুর্নীতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা উঠলে গত বছর ২০২৪ সালে ২২ এপ্রিল বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চ পুরো প্যানেল বাতিল করে দেয়। পরে শীর্ষ আদালত হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিলেও নিয়োগ প্রক্রিয়া মামলা সংক্রান্ত একাধিক শুনানির পর অবশেষে একই পন্থা অবলম্বন করল। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না বাতিল করে দিল ২৫ হাজার ৭৩৫ জনের চাকরি।
আইনি পরামর্শ দেবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়!
এদিকে সুপ্রিম কোর্টের রায় প্রকাশ্যে আসার পর থেকেই রাজ্য জুড়ে চাকরিহারাদের বিক্ষোভ কর্মসূচি তৈরি হয়েছে। কখনও গণআত্মহত্যার হুমকি তো কখনও আবার বিধানসভা নির্বাচন বাতিলের হুমকি দিতে শোনা গিয়েছে চাকরিহারাদের মুখে। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতি রাজ্য জুড়ে। যদি এই জটিল সমস্যার কোনো কুল কিনারা না পাওয়া যায় তাহলে অথৈ সাগরে ডুবে যাবে বাতিল হওয়া এই ২৬ হাজার চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ। কিন্তু এখনই হাল ছাড়ছে না তাঁরা। রাজ্য সরকার যতই তাঁদের পাশে থাকার বার্তা দিল না কেন এবার চাকরিহারা প্রার্থীরা নিজেদের দায়িত্ব এবার নিজেরাই কাঁধে তুলে নিতে চলেছেন। জানা গিয়েছে এই সমস্যার আইনি সাহায্য নিতে চাকরিহারারা কলকাতার প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর সঙ্গে দেখা করতে চলেছেন।
কী বলছেন কলকাতার প্রাক্তন বিচারপতি?
গত বৃহস্পতিবারে সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হওয়া এই ২৬ হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কী? কোন পথে এগোলে চাকরি ফিরতে পারে, এহেন বহু প্রশ্নই তুলে ধরা হবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর কাছে। সূত্রের খবর আজ অর্থাৎ মঙ্গলবার দুপুর ৩ টেয় সল্টলেকে প্রাক্তন বিচারপতির বাড়িতে যাবেন সদ্য চাকরিহারা কর্মীদের প্রতিনিধিরা। এই প্রসঙ্গে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ওঁরা আমার সঙ্গে দেখা করতে চেয়েছেন। আমাকে কয়েক জনের নামের তালিকাও পাঠানো হয়েছে। সরাসরি কোনও আইনি পরামর্শ দিতে না পারলেও ওঁরা পরবর্তী কী পদক্ষেপ করতে পারেন, সে বিষয়ে আমার দলের নির্দেশ অনুযায়ী কথা বলব।’’
আরও পড়ুনঃ বিবেচনা করা হবে, রাজ্য সরকারকে আশ্বাস সুপ্রিম কোর্টের! খুলবে চাকরিপ্রার্থীদের ভাগ্য?
যদিও গতকাল নেতাজি ইন্ডোরের মঞ্চে সোমবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেদের দাবি পড়ে শুনিয়েছিলেন চাকরিহারা শিক্ষকদের বড় অংশ। সেখানেও তাঁরা জানিয়েছিলেন, তাঁরা দক্ষ আইনজীবীর অভাব বোধ করছেন। তাই এই উপায় বার করলেন তাঁরা। কিন্তু নজরকাড়া বিষয় হল জনরা আজ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর বাড়িতে আইনি সাহায্য নিতে যাচ্ছে তাঁদের কাউকেই গতকাল নেতাজি ইন্ডোরের বৈঠকে সামনের সারিতে দেখা যায়নি। আর এই আবহে তাই প্রশ্ন উঠছে কেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর কাছেই সকলে আইনি সাহায্য নিতে যাচ্ছে আসলে ২০২১ সালে হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর এজলাসেই প্রথম ‘উত্থান’ হয়েছিল এই নিয়োগ মামলা। তাই চাকরিহারাদের বিশ্বাস, এই জটিলতা থেকে কী ভাবে বেরোনো যায়, সেই পথ একজন আইনজীবী হিসেবে তিনি বলে দিতে পারবেন।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |