বিকাশ ভবনে তোলপাড়! গেট ভেঙে বিক্ষোভ শুরু চাকরিহারাদের

Published on:

SSC Recruitment Case

প্রীতি পোদ্দার, কলকাতা: পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আজ, ১৫ মে, বৃহস্পতিবার, চাকরি বাতিল কাণ্ডে (SSC Recruitment Case) বিকাশ ভবন ঘেরাও অভিযানে নামলেন চাকরিহারা। টানা অবস্থানের পর এ বার সাত দফা দাবি নিয়ে বিকাশ ভবন ঘেরাও অভিযানে নামলেন চাকরিহারারা। যার দরুন উত্তাল হয়ে উঠেছে করুণাময়ী চত্বর। বিক্ষোভকারীদের সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। এদিকে ভিতরে আটকে রয়েছেন প্রায় শতাধিক কর্মী। চাকরিহারারা নতুন তালা কিনে আটকে দিয়েছে বিকাশ ভবনের গেট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফের উত্তপ্ত বিকাশ ভবন চত্বর!

জানা গিয়েছে আজ বেলা ১২টা থেকে এসএসসি চাকরি বাতিল (SSC Recruitment Case) ঘটনায় বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের’ সদস্যেরা। কিন্তু বিক্ষোভকারীদের ধস্তাধস্তিতে বিকাশ ভবনের লোহার গেট একেবারে ভেঙে গিয়েছে। তুলকালাম বাঁধে সল্টলেট করুণাময়ী এলাকায়। অসুস্থ একাধিক চাকরিহারাররা। ক্রমেই উত্তেজনা বাড়তে থাকে। এমনকী তৃণমূল নেতা সব্যসাচী দত্ত সেখানে গেলে, তাঁর গাড়ির সামনেও শুয়ে পড়েন কয়েক জন চাকরি প্রার্থী। কোনো রকমে সেই জটলা থেকে বেরিয়ে আসেন তিনি।

গাড়ি আটকে দিল সব্যসাচী দত্ত-র

এরপর সংবাদ মাধ্যমে সব্যসাচী দত্ত জানান, ‘আমি আমার কাজে এসেছিলাম। এসে দেখছি এই ঘটনা। ওরা এটা সম্পূর্ণ আবেগের বসে করছে। তবে আমি বলব, কোর্টের ব্যাপার কোর্ট দেখছে। কোর্টের ঊর্ধ্বে আমরা কেউ নেই।’ এদিকে বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের তরফে বলা হয় যে ‘আমাদের সসম্মানে চাকরিতে ফেরানোর দায়িত্ব সরকারকে নিতে হবে। রিভিউয়ের বিষয়ে সরকার পদক্ষেপ করুক। যদি কোর্ট অর্ডার অনুযায়ী রাজ্য নোটিফিকেশন প্রকাশ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তা যেন অবশ্যই আমাদের সঙ্গে আলোচনা করে করতে হবে।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শুধু তাই নয়, এদিন তাঁরা এও দাবি জানায় যে বিক্ষোভকারীরা একই চাকরির জন্য বার বার পরীক্ষা দেবে না। তাই সরকারকে প্রয়োজনে নিজেদের স্বতন্ত্র ক্ষমতা প্রয়োগ করতে হবে।’ অনেকে আবার রিপ্যানেলের দাবিও তোলে। এই নিয়ে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চে’র আহ্বায়ক মেহেবুব মণ্ডল বলেন, ‘‘আমরা আন্দোলনে এত দিন পর্যন্ত স্বাধীনতা দিয়েছি। এ বার আমাদের সসম্মানে চাকরি ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারকে নিতে হবে। তাহলে এই দফতর থাকার মানে কী? যারা চুরি করল, তাদেরকেই আবার পরীক্ষা নিতে বলছে আদালত, এটা কী করে হয়?’’

আরও পড়ুন: চালু নয়া স্কিম, এপ্রিল থেকেই বিশেষ ভাতা! চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নর

পথনাটিকার আয়োজন

বিশেষ সূত্রে জানা গিয়েছে আজ বিকাশ ভবন ঘেরাও অভিযানের পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় পথনাটিকাও করবেন চাকরিহারারা। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পথনটিকা করার পাশাপাশি বিকেল ৪ টে নাগাদ যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের সামনে পথনাটিকা করা হবে। এর আগে চাকরি বাতিলের প্রতিবাদে চাকরিহারারা গত মাসের ২১ থেকে ২৪ তারিখ এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছিলেন। এরপর চলতি মাসের ৭ তারিখ থেকে বিকাশ ভবনের সামনে অবস্থান শুরু করেন চাকরিহারাদের একাংশ। সেই সময় সরকার কোনো পদক্ষেপ না করায় হিংসার আগুন আরও জ্বলে উঠল।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group