সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশ, নতুন স্থায়ী বিচারপতি পেতে চলেছে কলকাতা হাইকোর্ট

Published:

Judge subhendu Samanta may be appointed as a permanent judge of the Calcutta High Court
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) স্থায়ী বিচারপতি হতে চলেছেন বিচারক শুভেন্দু সামন্ত! মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন কলেজিয়াম, হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত শুভেন্দুকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে।

সুপ্রিম কোর্ট কলেজিয়ামের প্রস্তাবে কী বলা হয়েছে?

মঙ্গলবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন কলেজিয়ামের তরফে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট কলেজিয়াম 15 এপ্রিল, 2025 তারিখে অনুষ্ঠিত সভায় কলকাতা হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে অতিরিক্ত বিচারপতি শ্রী শুভেন্দু সামন্তকে নিয়োগের প্রস্তাব অনুমোদন করেছে।

শীর্ষ আদালতের এমন অনুমোদনের পরই প্রশ্ন উঠছে, তাহলে কি একেবারে স্থায়ী বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টে জায়গা পাবেন শুভেন্দু? হিসেব তো তেমনটাই বলে। যদিও কলকাতা হাইকোর্টে বিচারপতি সামন্তর একেবারে পাকাপাকি জায়গা হওয়া নিয়ে কিছুটা ধোঁয়াশা এখনও রয়েছে। তবে বিশেষজ্ঞ মহল মনে করছেন, সুপ্রিম কোর্টের সুপারিশের পর সেই রাস্তা অনেকটাই সহজ হতে চলেছে।

অবশ্যই পড়ুন: অলিম্পিক্সে ক্রিকেট ম্যাচ কোথায় হবে? জানিয়ে দিল IOC

উল্লেখ্য, প্রথমবারের জন্য 2022 সালের 18 মে, কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন বিচারক শুভেন্দু সামন্ত। তবে সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশের পর, উচ্চ আদালতে এবার তার জায়গা পাকা হতে পারে। জানিয়ে রাখি, 1 এপ্রিল, 2025 পর্যন্ত মোট 45 জন বিচারক নিয়ে কাজ করেছে কলকাতা হাইকোর্ট। তবে আদালতে অনুমোদিত বিচারক পদ রয়েছে 72টি। যেখানে শূন্য পদ মাত্র 27।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join