ম্যাট্রিমনি সাইটে ‘পাত্র চাই’-র বিজ্ঞাপনে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নাম

Published on:

calcutta high court amrita sinha

শ্বেতা মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে মনের মতো জীবনসঙ্গী খুঁজে পাওয়া খুবই মুশকিল একটা ব্যাপার। অনেকেই আছেন যারা ঘটক মারফত পাত্র পাত্রী দেখেন। তো আবার অনেকেই আছেন যারা কিনা ম্যাট্রিমনিয়াল সাইটে পাত্র পাত্রীর খোঁজ করেন অনেকে। এটা তো স্বাভাবিক ব্যাপার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কিন্তু ব্যাপারটা তখন অস্বাভাবিক হয় যখন একজন নামী বিচারপতি আবার বিবাহিত মানুষের প্রোফাইল ম্যাট্রিমনিয়াল সাইটে দেখা যায়। আর সেই বিচারপতি অন্য কেউ নন, তিনি হলেন কলকাতা হাইকোর্টের দাপুটে বিচারপতি হিসেবে খ্যাত অমৃতা সিনহা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

ম্যাট্রিমনিয়াল সাইটে জীবনসঙ্গীর খোঁজে অমৃতা সিনহা!

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিনহার নামে খোলা প্রোফাইল দেখে চমকে গিয়েছেন সকলে। তাঁর নামের প্রোফাইল কিনা একদম ঝকঝক করছে সাইটে। এমনকি প্রোফাইলের বায়োতে কেমন কী জীবনসঙ্গী দরকার সেটাও লেখা রয়েছে। এহেন ঘটনা দেখে সকলেই রীতিমতো আকাশ থেকে পড়েছেন। সত্যিই কি অনলাইনে নিজের জীবনসঙ্গী খুঁজছেন বিচারপতি? তাঁর দাম্পত্য জীবনে তাহলে ওল ইজ নট ওয়েল? এরকম প্রশ্ন বারবার উঠছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আসল ঘটনা কী?

আসলে ব্যাপারটা খুলে বলাই যাক। অমৃতা সিনহার কাজের এবং ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরে ম্যাট্রিমনিয়াল সাইটে নিজের প্রোফাইল আপডেট করেছেন এক তরুণী আইনজীবী। তাঁর প্রোফাইল দেখে বোঝাই যাচ্ছে, অমৃতা সিনহা তাঁর আইডল। যাইহোক, নিন্দুকেরা বলতে শুরু করেছেন যে, সেলেবদের পাশাপাশি কি তাহলে এখন বিয়ের বাজারে বিচারপতি অমৃতা সিনহার নাম ‘ভ্যালু এড’ করছে? ওই আইনজীবী লিখেছেন, যে তাঁর মূল্যবোধকে গুরুত্ব দেবে, তাঁকেই তিনি জীবনসঙ্গী হিসাবে পছন্দ করবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group