এবার বিরাট চাপে সন্দীপ, হাইকোর্টের মন্তব্যে ঘুম উড়ল আরজি করের প্রাক্তন অধ্যক্ষর

Published on:

Sandip Ghosh

প্রীতি পোদ্দার, কলকাতা: গত বছর অর্থাৎ ২০২৪ সালে আরজি কর হাসপাতালে তিলোত্তমার ধর্ষণ-খুনের মামলায় গ্রেফতার করা হয়েছিল আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh)। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে চার্জশিট ফাইল না হওয়ায় জামিন পেয়েছিলেন তিনি। তবে, আরজি করে আর্থিক দুর্নীতি মামলায় এখনও জেলবন্দী রয়েছেন। এবার সেই মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জ গঠনে ব্যাপক ফাঁসলেন তিনি। আর এবার প্রধান অধ্যক্ষের আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগকে ভীষণ গুরুতর বলে অভিযোগ করল কলকাতা হাইকোর্ট এর বিচারপতি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী বলছেন হাইকোর্টের বিচারপতি ?

সূত্রের খবর, বিচারপতি বাগচীর এজলাসে ফের সিবিআইয়ের ২৫ হাজার পাতার চার্জশিট পড়ার জন্য সময় চেয়ে আবেদন করেন সন্দীপের আইনজীবীরা। তখন আরজি কর মামলার শুনানিতে আর্থিক দুর্নীতি প্রসঙ্গ উঠতেই উষ্মা প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। বিচারপতি বাগচী বলেন, সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা অত্যন্ত গুরুতর। এছাড়াও তিনি জানিয়েছেন, “এই ধরনের দুর্নীতি হয়ে থাকলে প্রশাসনের অভ্যন্তরে তার সুদূরপ্রসারী প্রভাব পড়ছে। আর এই ধরনের দুর্নীতি স্বাস্থ্যব্যবস্থা এবং প্রশাসনকে ক্রমশ দূষিত করে চলেছে। তাই এই ধরনের মামলায় দ্রুত বিচারপ্রক্রিয়া সম্পন্ন করা দরকার।” এবং তিনি আরও বলেন যে, “এই ধরনের ক্ষেত্রে আইন মেনে দ্রুত বিচার সংগঠিত করতে পারলে সাধারণ মানুষের মনে বিচারব্যবস্থার প্রতি আস্থা বাড়ে।”

আরও পড়ুনঃ নরম সুরে হাতজোর করে আবেদন অনুব্রতর, হলটা কী কেষ্টর?

বিচারপতির এই মন্তব্যে শুনানির শেষে সন্দীপ ঘোষের আইনজীবী অয়ন ভট্টাচার্য পাল্টা বলেন যে, বিচারপতির মন্তব্য এই মামলার শুনানিতে বড় প্রভাব ফেলতে পারে। সেই ব্যাপারে যাতে সকলে সজাগ থাকে তাই নির্দেশ দিন বিচারপতি। কিন্তু সেই আবেদনে কোনো রকম পাত্তা না দিয়ে বিচারপতি বাগচী বলেন, কোনও সরকারি আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে দ্রুত বিচারের মুখোমুখি হয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করা অভিযুক্তের দায়িত্ব।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শুনানির দিন ধার্য করা হয়েছে

তাই সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে এবার হয়ত সন্দীপ ঘোষের বিপদ বাড়তে চলেছে। তার উপর CBI আরজির কর মেডিক্যালে দুর্নীতির তদন্তে সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ আনার পাশাপাশি টেন্ডার থেকে কাটমানিসহ একাধিক অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে। যার ফলে বেশ চাপে পড়ে গিয়েছে সন্দীপ ঘোষ। জানা গিয়েছে আগামী মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বিচারপতির নির্দেশে। এছাড়াও মামলা সংক্রান্ত সমস্ত নথির স্ক্যানড কপি সন্দীপের আইনজীবীকে দিতে নির্দেশ দিয়েছে আদালত। বুধবারের মধ্যে যাবতীয় নথি হস্তান্তর করতে হবে বলে নির্দেশ দিয়েছেন তিনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group