রেশন কাণ্ডে জামিন পেলেন ‘দুর্নীতির গঙ্গাসাগর’ জ্যোতিপ্রিয় মল্লিক, খরচ হল কত?

Updated on:

untitled design

পার্থ সারথি মান্না, কলকাতাঃ নতুন বছরে রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন বাংলার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আজ অর্থাৎ বুধবার ব্যাঙ্কশাল কোর্টে উঠেছিল মামলা সেখানেই জামিন মঞ্জুর করা হয়েছে। তবে জামিনের জন্য কে টাকার বন্ড নিয়েছেন সেটা শুনলে চমকে উঠছেন সকলেই। কত টাকা খরচ হল জামিন পেতে? জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

রেশন দুর্নীতি মামলায় জামিন পেলেন জ্যোতিপ্রিয় মল্লিক

WhatsApp Community Join Now

আজ বুধবার ব্যাঙ্কশাল আদালতে উঠেছিল রেশন দুর্নীতির মামলা। সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের আইজীবীরা জানান, মামলায় ইডির আর তেমন কিছু জানার নেই। বাকি অভিযুক্তরাও ইতিমধ্যেই বেল পেয়ে গিয়েছেন। এদিকে প্রাক্তন খাদ্যমন্ত্রীর শারীরিক অবস্থায় খুব একটা ভালো নেই। তাই জামিন মঞ্জুর করার আর্জি জানানো হয়।

জামিনের তীব্র বিরোধিতা ইডির আইনজীবীদের

ইডির তরফ থেকে এর তীব্র বিরোধিতা করা হয়। ইডির আইনজীবীদের মতে, জ্যোতিপ্রিয় মল্লিক অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। তাকে জামিনে মুক্তি দেওয়া হলে তথ্য প্রমাণ লোপাট হয়ে যেতে পারে। এছাড়া সাক্ষীদেরকেও প্রভাবিত করার সম্ভাবনা থাকে। কিন্তু এই যুক্তি আর মানল না আদালত।

৫০ লক্ষ টাকার বন্ডে জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী

এর আগে একাধিকবার জামিনের আবেদন করলেও প্রতিবার খারিজ হয়ে গিয়েছিল। তবে এবার আর নয়, এদিন দুই পক্ষের সমস্ত বক্তব্য শোনার পর যদি স্পেশাল কোর্টে বিচারক প্রশান্ত মুখোপাধ্যায় ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেন জ্যোতিপ্রিয় মল্লিককে।

জামিন মেলেও থাকছে শর্ত

জামিন দেওয়া হলেও বেশ কিছু শর্ত মেনে চলতে হবে জ্যোতিপ্রিয় মালিককে। যার মধ্যে শুরুতেই বলা হয়েছে, আদালতের নির্দেশ ছাড়া দেশের বাইরে কোথাও যেতে পারবেন না। পাসপোর্টও জমা রাখা হবে। এছাড়া তদন্তকারীদলকে তদন্তের বিষয়ে সাহায্য করতে হবে। এছাড়া মামলা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের কাছে কিছু প্রকাশ করতে পারবেন না তিনি।

প্রসঙ্গত, ২৭শে অক্টোবর ২০২৩ সালে প্রথম দুর্নীতি মামলায় গ্রেফতার হন জ্যোতিপ্রিয় মল্লিক। এরপর থেকে প্রায় ১৪ মাস জেল হেফাজতে ছিলেন তিনি। মামলায় আরও অভিযুক্ত ছিলেন বাকিবুর রহমান ও শংকর আঢ্য। তবে তাঁরা অনেক আগেই জামিন পেয়ে গিয়েছেন। তবে প্রাক্তন খাদ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটকে রাখা হয়। তাকে ছেড়ে দেওয়া হলে তদন্ত প্রভাবিত হতে পারে বলে যুক্তি দেওয়া হয়। যার ফলে বহুবার জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল।

সঙ্গে থাকুন ➥
X