কাজ শেষ, কবে উদ্বোধন হবে কালীঘাটের স্কাইওয়াক? দিনক্ষণ জানাল কলকাতা পুরসভা

Published on:

kalighat

প্রীতি পোদ্দার, কলকাতা: অপেক্ষার অবসান একেবারেই শেষ। নতুন বছরের জানুয়ারি মাসের মধ্যে চালু হতে চলেছে ‘‌কালীঘাট স্কাইওয়াক’‌। অর্থাৎ এককথায় বলা যায় নতুন বছরেই রাজ্যবাসীকে এক নয়া উপহার দিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। গতকাল কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম এই বিষয়ে অফিসারদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ দেবাশিস কুমার, পুরসভার কমিশনার–সহ অন্যান্য অফিসার এবং হকার সংগঠনের সদস্যরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৮০ কোটি টাকা খরচ স্কাইওয়াক নির্মাণে

২০২১ সালের অক্টোবর মাসে কালীঘাট স্কাইওয়াকের (Kalighat Skywalk) কাজ শুরু হয়েছিল। প্রথম দিকে কথা হয়েছিল যে দেড় বছরের মধ্যে এই স্কাইওয়াকের কাজ শেষ শেষ হয়ে যাবে। কিন্তু একদিকে করোনা মহামারীর প্রভাব অপরদিকে ঠিকাদারি সংস্থার গাফিলতির কারণে কাজ শেষ হতে বিস্তর সময় লেগে গিয়েছিল। তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশে খুব দ্রুত কাজ চলতে থাকে। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর ‘‌কালীঘাট স্কাইওয়াক’‌ নির্মাণ করতে খরচ করেছে প্রায় ৮০ কোটি টাকা। চলতি বছর, কালীপুজোতে এই স্কাইওয়াকের উদ্বোধন করার কথা ওঠে। কিন্তু পরে ঠিক হয়ে। নতুন বছরে আমজনতা এবং হকারদের স্কাইওয়াকটি উপহার দেবেন মুখ্যমন্ত্রী।

চত্বরেই তৈরি হবে নতুন মার্কেট।

এদিকে ‘কালীঘাট স্কাইওয়াক’‌ জানুয়ারিতে উদ্বোধন হয়ে গেলে হাজরা পার্ক থেকে সরে যেতে হবে কালীঘাট থেকে উঠে আসা হকারদের। কারণ ‘‌কালীঘাট স্কাইওয়াক’‌ চত্বরেই আবার তৈরি হবে নতুন মার্কেট। আর সেই নতুন মার্কেটে হাজরা পার্কে থাকা হকারদের পুনর্বাসন দেবে কলকাতা পুরসভা। আর এই পুনর্বাসন প্রক্রিয়ার চলবে সম্পূর্ণ বিদ্ধ তালিকা মেনে। এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘‌আশা করা যায়, আগামী একমাসের মধ্যে কালীঘাট স্কাই ওয়াক চালু হয়ে যাবে।’‌

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

স্কাইওয়াক প্রসঙ্গে পুরসভার এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে, “আমরা সম্পূর্ণ প্রস্তুত। শেষ মুহূর্তের কিছু কাজ বাকি রয়েছে, সেগুলিই এখন করা হচ্ছে।” এ দিন পুরসভার আধিকারিকরা কালীঘাট রিফিউজি হকার্স কর্নারের দোকানদারদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী এক মাসের মধ্যে হাজরার যতীন দাস পার্ক থেকে নতুন জায়গায় ফিরে আসতে হবে হকারদের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group