দুর্গাপুজোর আগেই চালু হচ্ছে গোটা কল্যাণী এক্সপ্রেসওয়ে, দাবি রিপোর্টে

Published on:

kalyani expressway

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। চলতি বছরে দুর্গাপূজার আগেই বহু প্রতীক্ষিত কল্যাণী এক্সপ্রেসওয়ের (Kalyani Expressway) উড়ালপথের দরজা খুলতে চলেছে। হ্যাঁ, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের মধ্যে সংযোগকারী 1.3 কিলোমিটার দীর্ঘ এই উড়াল পথটি উত্তর 24 পরগনার জিরো পয়েন্ট এলাকা ছাড়িয়ে কলকাতা থেকে উত্তরবঙ্গের যাতায়াতের পথ তৈরি করবে। সবথেকে বড় ব্যাপার, এবার কলকাতা থেকে কল্যাণী পৌছনো যাবে মাত্র 45 মিনিটে!

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রাজ্যের সবথেকে বড় পরিকাঠামো প্রকল্প বাস্তবের মুখে

Times of India-র রিপোর্ট অনুযায়ী, এই প্রকল্পটি মোট 2500 কোটি টাকার বিনিময়ে তৈরি করা হয়েছে, যা রাজ্যের সাম্প্রতিক সময়ের সবথেকে বড় পরিকাঠামোগত উদ্যোগ হিসেবেই মানা হচ্ছে। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের আধিকারিকদের দাবি, আগস্ট মাসের শেষের দিকেই এই উড়ালপথ নির্মাণ শেষ হবে। 

এ বিষয়ে দমদম মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান বিধান বিশ্বাস জানিয়েছেন, এই দুর্গাপুজো বাঙ্গালীদের জন্য হতে চলেছে বিরাট উপহার। সম্পূর্ণ সিগন্যাল মুক্ত কল্যাণী এক্সপ্রেসওয়ে চালু হলে উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার যোগাযোগে যে আর ঝামেলা থাকবে না, তা বলার অপেক্ষা রাখে না।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

থাকবে না কোনো ট্র্যাফিক জ্যামের ঝক্কি

প্রসঙ্গত, বর্তমানে কলকাতা থেকে কল্যাণী AIIMS-এ পৌঁছতে গেলে প্রায় আড়াই ঘন্টা সময় লাগে। তবে নতুন চার থেকে ছয় লেনের এক্সপ্রেসওয়ে একবার চালু হয়ে গেলে এই সময় কমে দাঁড়াবে মাত্র 45 মিনিটে। আর এই এক্সপ্রেসওয়েটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে বারাসাতের মতো যানপ্রবণ এলাকাগুলোও বাইপাস করে সরাসরি বিমানবন্দর বা উত্তরমুখী রাস্তায় যেতে পারে। পাশাপাশি নদীয়া, হাওড়া, হুগলী, বর্ধমান জেলার মানুষদের জন্যও হবে বিরাট স্বস্তির খবর। 

উল্লেখ্য, নতুন এক্সপ্রেসওয়েটি এবার হাই-স্পিড করিডর হিসেবেই নির্মাণ করা হয়েছে। যেখানে থাকবে একাধিক এলিভেটেড করিডর, ছয় লেনের আন্ডারপাস, গুরুত্বপূর্ণ মোড়গুলিতে সিগন্যাল মুক্ত যাত্রা এবং টোল বুথ সহ উন্নতমানের রক্ষণাবেক্ষণ ব্যবস্থা। 

আরও পড়ুনঃ ৩.৫ কোটি চাকরি! ১ আগস্ট থেকে লাগু হচ্ছে PM বিকশিত ভারত রোজগার যোজনা

উল্লেখ্য, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে মিলছে মথকাল ও সুকান্তপল্লির মাঝে, যা ওই এলাকায় জিরো পয়েন্ট নামেই পরিচিত। আর এই সংযোগস্থলেই তৈরি হচ্ছে 1.3 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড করিডর, যা নিমতা মোড়ে নেমে আসবে। আর এই উড়াল পুল একবার খুলে গেলে দক্ষিণেশ্বর বা বিমানবন্দরের দিকে যাওয়া যানবাহনকে আর কোনোরকম যানজটের মধ্যে পড়তে হবে না। এখন শুধু হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা…

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group