অপেক্ষার অবসান! বাংলার ঘরে ঘরে পাইপের মাধ্যমে পৌঁছবে গ্যাস, নির্ধারিত হল সময়সীমাও

Published on:

Cooking Gas Pipeline

প্রীতি পোদ্দার, কলকাতা: সময় যত এগোচ্ছে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম যেন ততই যেন ঊর্ধ্বমুখী হচ্ছে। যার দরুন মধ্যবিত্তের নাভিঃশ্বাস উঠেছে। তাই দীর্ঘদিন ধরে নায্য মূল্যে পাইপ লাইনের (Cooking Gas Pipeline) মাধ্যমে গ্যাস সরবরাহ প্রকল্পের রূপায়ণ করার চেষ্টা চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সেই সূত্রেই পাইপলাইনের মাধ্যমে রাজ্যের প্রতিটি ঘরে গ্যাস সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। আর এই আবহে রাজ্যে পাইপের রান্নার গ্যাস সরবরাহ নিয়ে বড় আপডেট সামনে উঠে এল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

রান্নার গ্যাসের পাইপলাইন নিয়ে বড় আপডেট!

রান্নার গ্যাসের দাম বাড়লে গৃহস্থদের হেঁসেলে আর ব্যাপক প্রভাব পড়ে। অনেকেই তাই একটা সিলিন্ডারে মাস চালানোর চেষ্টা করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একমাস চলে না রান্নার গ্যাস। তার আগেই ফুরিয়ে যায়। আর বুকিং করার সঙ্গে সঙ্গেই যে গ্যাস সিলিন্ডার হাজির হয় তা নয়। এক দুদিন সময় নিয়ে নেয়। এই আবহে এবার চলতি বছর পুজোর আগেই পাইপড ন্যাচারাল গ্যাস গৃহস্থদের বাড়িতে পৌঁছে দেওয়ার প্রস্তুতি জোরদার করছে বেঙ্গল গ্যাস কোম্পানি। যদিও বা এর আগে একাধিকবার সময়সীমা জানানো হলেও রাজ‍্যে পাইপে রান্নার গ‍্যাস সরবরাহ করা যায়নি। এমনকি হুগলি ও নদিয়ার একাধিক এলাকায় প্রকল্প শুরুর পরিকল্পনা থাকলেও প্রসাশনিক দীর্ঘসূত্রিতায় তা হয়নি।

পুজোর আগেই মিলবে ব্যাপক পরিষেবা

তবে এবার সেই সমস্যা আর পোহাতে হবে না রাজ্যবাসীকে। কারণ বেঙ্গল গ‍্যাস কোম্পানি সূত্রে জানা গিয়েছে, সব ঠিক থাকলে মাস তিনেকে এই পরিষেবা ফের চালু হতে চলেছে। এবং রাজ‍্যের মধ‍্যে প্রথম পাইপে রান্নার গ‍্যাস পেতে চলেছেন নদিয়ার কল‍্যাণী পুরসভার কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা। এই প্রসঙ্গে সংস্থার সিইও অনুপম মুখোপাধ্যায় জানিয়েছেন যে, “আর অপেক্ষা করতে হবে না রাজ্যবাসীকে। এ বার লক্ষ‍্যের মধ্যেই পরিষেবা চালু হতে চলেছে পরিষেবা। ইতিমধ্যেই কল‍্যাণীর বহু বাড়িতে লাইন পৌঁছেছে।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এছাড়াও অনুপম মুখোপাধ্যায় জানিয়েছেন যে, “ কল্যাণীতে যে মাদার গ‍্যাস স্টেশন তৈরি হয়েছিল, তার কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। সামান‍্য যে কাজ বাকি, তা এক-দু’মাসে শেষ হলেই গ‍্যাস সরবরাহ শুরু করা যাবে। তখন প্রতিটি জেলায় এই পরিষেবা ছড়িয়ে যাবে।’’

আরও পড়ুন: ভয়ঙ্কর অগ্নিকাণ্ড চারমিনারের সামনের বিল্ডিং, হায়দ্রাবাদে শিশু সহ পুড়ে মৃত্যু ১৭ জনের

তবে প্রশাসনিক জটিলতায় হুগলিতে কাজ আটকে যাওয়ায় পরিষেবা কবে ফের চালু হবে, তা স্পষ্ট জানাতে পারেননি সংস্থার সিইও। ইতিমধ্যে কল‍্যাণী থেকে ব‍্যারাকপুর পর্যন্ত লাইন পাতা হচ্ছে। তাঁর আশা, অবস্থা ইতিবাচক হলে ডিসেম্বরের মধ্যে ব‍্যারাকপুর ও বারাসত পর্যন্ত বাড়িতে গ্যাস পৌঁছনো যাবে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group