ধর্ষণকাণ্ডের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কসবার ল কলেজে! বিজ্ঞপ্তি কর্তৃপক্ষের

Published on:

Kasba Rape Incident

প্রীতি পোদ্দার, কলকাতা: গত কয়েকদিন ধরেই কসবার কলেজ (Kasba Rape Incident) খবরের শিরোনামে। কলেজের একজন প্রাক্তন ছাত্র এবং দুই বর্তমান ছাত্রের বিরুদ্ধে কলেজেরই এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এক বছর আগে আরজি কর হাসপাতালে যে নারকীয় ঘটনা ঘটেছে তারই প্রতিচ্ছবি যেন ফিরে এল কসবার এই কলেজে। আর এই আবহে এবার পঠনপাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল কলেজ কর্তৃপক্ষ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পঠনপাঠন স্থগিত অনির্দিষ্টকালের জন্য!

জানা গিয়েছে, গত ২৯ জুন ধর্ষণকাণ্ডের ঘটনায় সাউথ ক্যালকাটা ল’ কলেজের তরফে একটি নোটিস জারি করা হয়েছে। সেখানে স্পষ্ট জানানো হয়েছে যে BA, LLB এবং LLM – এইসব কোর্সের পঠনপাঠন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে। তবে শুধু পঠনপাঠন নয়, কলেজ চত্বরে পড়ুয়াদের আসতে নিষেধ করা হচ্ছে। জানা গিয়েছে কলেজের গভর্নিং বডির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সাউথ ক্যালকাটা ল’ কলেজের অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে সেই বিজ্ঞপ্তি।

DNA-র নমুনা সংগ্রহ চলছে!

এদিকে এই ধর্ষণ কাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে তদন্ত করে পুলিশ মনে করছে যে পরিকল্পনা করেই এই গণধর্ষণ করা হয়েছে। অন্যদিকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্তদের শাস্তির দাবিতে চাপ বেড়েছে রাজ্য সরকারের। তার জন্য তাই তড়িঘড়ি সিট গঠন করা হয়েছে। ফরেনসিকও করা হয়েছে। কলকাতা মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগে DNA-র নমুনা সংগ্রহ। দীর্ঘ ৮ ঘণ্টা ধরে অভিযুক্তদের চুল, নখ, ত্বক, রক্ত, দেহরসের নমুনা সংগ্রহ করা হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: টানা ১ সপ্তাহ বন্ধ থাকবে বাংলার শিক্ষা-সহ তিনটি পোর্টাল! বিশেষ বিজ্ঞপ্তি শিক্ষা দফতরের

একাধিক অভিযোগে অভিযুক্ত আইনজীবী

অন্যদিকে প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে কসবা ল কলেজের ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত ওই আইনজীবীর বিরুদ্ধে গত দশ বছর ধরেই কলকাতার নানা থানায় একাধিক অভিযোগ নাকি দায়ের করা রয়েছে। কয়েকবছর আগে মহিলার সঙ্গে অভব্যতার অভিযোগে সে একবার গ্রেফতারও হয়েছে। তার আগে মারধর, হামলা সহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি বিনা অনুমতিতে অস্ত্র রাখার অভিযোগও উঠেছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group