বন্ধ কবি সুভাষ স্টেশন, তাহলে কোন পর্যন্ত চলবে মেট্রো, কোথা থেকে উঠবেন যাত্রীরা?

Published on:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পিলারে ফাটলের জের, এবার অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ মেট্রো স্টেশন (Kavi Subhash) বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। মূলত সে কারণেই ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পুরো অংশে মেট্রো পরিষেবা আপাতত পাওয়া যাচ্ছে না। আরে সে কথা জানতে পেরেই ভোগান্তির আশঙ্কায় নিত্যযাত্রীরা। তাহলে কোন স্টেশন পর্যন্ত ছুটবে মেট্রো? কতদূর পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকবে? রইল বিস্তারিত।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কোন স্টেশন পর্যন্ত চলবে মেট্রো?

পিলারে ফাটলের কারণে আপাতত বন্ধ হয়ে গিয়েছে কবি সুভাষ মেট্রো স্টেশনের দরজা। ফলত, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পুরো অংশে পরিষেবা চালু রাখা যাচ্ছে না। তাহলে কত দূর পর্যন্ত গড়াবে মেট্রোর চাকা?

আপাতত কলকাতা মেট্রো কর্তৃপক্ষ সূত্রে যা খবর, আপ এবং ডাউন লাইন মিলিয়ে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম এবং শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলবে। তবে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক থাকলেও পুরো অংশের পরিষেবা ধাক্কা খাওয়ায় ভোগান্তি অনেকটাই বাড়বে যাত্রীদের।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ঠিক কোন কারণে বন্ধ করে দেওয়া হল কবি সুভাষ স্টেশন?

মেট্রো কর্তৃপক্ষের আশঙ্কা, বিগত দিনগুলিতে একটানা বৃষ্টির কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ লাইনের পিলারগুলিতে ফাটল দেখা দিয়েছে। মূলত সে কারণেই, যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে এবং দুর্ঘটনা এড়াতে তড়িঘড়ি কবি সুভাষ মেট্রো স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেলওয়ে কলকাতা।

অবশ্যই পড়ুন: গর্বের নাম দিব্যা দেশমুখ, দাবায় প্রথম মহিলা বিশ্বচ্যাম্পিয়ন পেল ভারত

কবে নাগাদ ফের চালু হবে গোটা পরিষেবা?

মেট্রো কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, দক্ষিণেশ্বর থেকে যাত্রী নিয়ে মেট্রো পৌঁছবে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত। এরপর ওই স্টেশনে সমস্ত যাত্রীকে নামিয়ে, লাইন পরিবর্তনের জন্য কবি সুভাষ স্টেশন পর্যন্ত যাবে খালি রেক। এরপর ফের ক্ষুদিরাম স্টেশনে এসে যাত্রী নিয়ে মেট্রো ছুটবে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে।

কর্তৃপক্ষের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, এই সময়ের মধ্যে কবি সুভাষ মেট্রো স্টেশনে রক্ষণাবেক্ষণ সহ মেরামতির কাজ চলবে। এবং তা হয়ে গেলেই খুব সম্ভবত ফের চালু করা হবে গোটা অংশের পরিষেবা। তবে ঠিক কবে নাগাদ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত পুরো অংশের মেট্রো পরিষেবা শুরু হবে, সেই উত্তর আপাতত অধরা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group