সৌভিক মুখার্জী, কলকাতা: এক ধাক্কায় পথে বসেছে 500 জন শ্রমিক। হ্যাঁ, পেটের টানে দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করতেন তারা। সকাল সন্ধ্যা নিরলস খেটে সংসার চালাতেন এই সমস্ত শ্রমিক। কিন্তু হঠাৎ করেই যেন তাদের জীবনচক্রটা থেমে গেল। সূত্রের খবর, গত সোমবার খড়গপুরের এক প্রাচীন বিস্কুট কারখানায় তালা (Biscuit Factory Closed) পড়ে গিয়েছে। হ্যাঁ, একদম ঠিকই পড়েছেন। আর এই এক ঘোষণাতেই চাকরি হারিয়ে বেকার হয়েছেন প্রায় 400 থেকে 500 শ্রমিক।
কোন কোম্পানির কথা বলছি আমরা?
প্রায় কয়েক দশক ধরেই খড়্গপুরে চালু ছিল এই বিস্কুট কারখানাটি। আর একসময় গোটা জেলায় পরিচিত ছিল এই কারখানার নাম। এখানে শুধুমাত্র বিস্কুট উৎপাদন হতো না, বরং এই কোম্পানির উপর নির্ভর করে বহু পরিবারের পেটের ভাত জোগাড় হত।
আর এখানে কাজ করতো বহু দক্ষ এবং অদক্ষ শ্রমিক। মজুরি কম হলেও তারা নিরলস পরিশ্রম করতো সারাদিন সারারাত। তবে হঠাৎ করেই যেন তাদের জীবন থমকে গিয়েছে। কারণ এক ঘোষণাতেই বন্ধ হয়ে গিয়েছে এই বিরাট কারখানা
কেন বন্ধ হয়ে গেল কারখানা?
শ্রমিকরা অভিযোগ তুলেছে যে, তারা বহুবার মালিক পক্ষকে অনুরোধ করেছিল, কাঁচামাল এবং প্রয়োজনীয় সরঞ্জাম কিনে ফের এই কারখানাকে চালু করা হোক। এমনকি তারা কাজের সহযোগিতার জন্যও আশ্বাস দিয়েছিল।
আরও পড়ুনঃ Urban কোম্পানিতে ইন্টার্নশিপ ট্রেনিং নিয়ে চাকরি! থাকা, খাওয়া দিয়ে মাসে মিলবে ২৫ হাজার
এক শ্রমিকের কন্ঠে শোনা গিয়েছে, আমরা মালিককে বলেছি, আপনারা শুধু কোম্পানিটিকে চালিয়ে যান। আর আমাদেরকে কাজ দিন। আমরা দিনরাত এক করে খেটে আপনাদের পাশে থাকব। কিন্তু কাজের কাজ কিছু হলো না। এখন আমাদের পেট চালানো দুষ্কর হয়ে পড়েছে।
হঠাৎ করেই কারখানা বন্ধ হয়ে জাওয়ার জেরে এই সমস্ত শ্রমিকদের পরিবারে নেমে এসেছে দুঃখের ঘনঘটা। অনেকেই ইতিমধ্যে বাধ্য হয়ে অন্য জায়গায় কাজ খুঁজে নিচ্ছেন। আবার অনেকেই হতাশ হয়ে ঘুরে বেড়াচ্ছেন কাজের আশায়। এখন দেখার, তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়।