নাবালিকা ছাত্রীদের অপহরণের অভিযোগ! শিলিগুড়িতে গ্রেপ্তার AIDSO-র জেলা সভাপতি সহ ৪

Published:

Siliguri
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: নাবালিকা স্কুল ছাত্রীদের জোর করে কলকাতায় নিয়ে যাওয়ার চেষ্টা! এদিকে ঘটনার বিষয়বস্তু সম্পর্কে কিছুই জানে না স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকরা। যার ফলে গত রবিবার শিলিগুড়িতে (Siliguri) ঘটনাকে ঘিরে বাগডোগরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের সামনে উত্তেজনা ছড়ায়। এবং অপহরণের অভিযোগে গ্রেপ্তার করা হয় এআইডিএসওর জেলা সভাপতি সহ মোট চার কর্মীর বিরুদ্ধে।

ঘটনাটি কী?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার, ৩১ আগস্ট, বাগডোগরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের সামনে তুমুল উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে স্কুল ছুটি থাকা সত্ত্বেও ওইদিন ছাত্রীরা স্কুলের সামনে জমায়েত করেছিল। হঠাৎ করে কোন অনুষ্ঠান ছাড়াই এইভাবে জমায়েত করা দেখে চিন্তায় পড়ে স্থানীয়রা। পরে জানা যায় যে, Aidso-র কর্মীরা তাদের সমাবেশে যোগ দিতে কলকাতায় নিয়ে যাচ্ছে। কিন্তু এর জন্য কোনও অনুমতি এআইডিএসওর কর্মীরা স্কুল কর্তৃপক্ষ অথবা অভিভাবকদের কাছ থেকে নেয়নি। একপ্রকার জোর করেই বলা যায় নাবালিকা স্কুল ছাত্রীদের নিয়ে যাওয়া হচ্ছিল।

আদালতে পেশ করা হয় ধৃতদের

গত রবিবার হঠাৎ করে স্কুল কর্তৃপক্ষকে না জানিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়ায় এবং অভিভাবকদের অন্ধকারে রেখে নাবালিকা স্কুল ছাত্রীদের জোর করে কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনাকে ভিত্তি করে লিখিত অভিযোগ দায়ের করেন বাগডোগরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের কর্তৃপক্ষ। যার দরুন অবশেষে গ্রেপ্তার করা হয় এআইডিএসও জেলা সভাপতি কল্লোল বাগচী, নমিতা দাস , দীপা বর্মন ও প্রণয় মন্ডলকে। গতকাল অপহরণের মামলা নিয়ে ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়েছিল। এদিকে গোটা ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা।

আরও পড়ুন: ‘মদ্যপ অবস্থায়’ গালিগালাজ, হুমকি, নিগ্রহ! শিলিগুড়ির কাউন্সিলর শ্রাবণী দত্তের ভিডিও ভাইরাল

উল্লেখ্য, শিলিগুড়ির বাগডোগরায় ঘটে যাওয়া এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে নেমেছে পুলিশ। বাগডোগরা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ছাত্রীর অভিভাবক জানিয়েছেন যে, “ আমার মেয়ে রবিবার, ছুটির দিনে ইউনিফর্ম পরে স্কুলে যাওয়ায় মনে প্রশ্ন জাগে কীসের অনুষ্ঠান আজ। সবটা ভালো করে তদারকি করতেই জানা যায় বেশিরভাগ অভিভাবকরাই জানে না এই বিষয়ে। স্কুল কর্তৃপক্ষের তরফে একই অভিযোগ উঠে আসায় মনে হচ্ছে অপহরণের চেষ্টা করা হচ্ছিল।”

আরওSiliguri
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join