শ্বেতা মিত্র, কলকাতা: শহরজুড়ে একের পর এক বেআইনি নির্মাণের অভিযোগ। বেআইনি নির্মাণ রুখতে কড়া অবস্থান নিচ্ছে প্রশাসন। যারা নতুন বাড়ি নির্মাণ করতে চাইছেন, তাঁদের জন্যও কিছু নিয়ম বেধে দিয়েছে কলকাতা পুরসভা (KMC Rules)। পুরসভার সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।
বাড়ি নির্মাণ নিয়ে নিয়ম বেধে দিল কলকাতা পুরসভা | New KMC Rules
মেয়র জানিয়েছেন, কেউ অল্প জমির ওপর বাড়ি করতে চাইলে পুরসভা অনুমতি দেবে। তবে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে। যেমন বাড়ির আশেপাশে নির্দিষ্ট পরিমাণ জমি ছেড়ে রাখা। ফিরহাদ বলেছেন, “সাত ছটাক বা ৩০০ স্কোয়ারফিট থেকে নিয়ে ১১ ছটাক অর্থাৎ ৪৫০ স্কোয়ার ফিট সেখানে আমরা সামনের দিকে ১ ফুট, দুই সাইডে ১ ফুট করে, পেছনের দিকে তিন ফুট করে ছাড় দিতে হবে। এতে স্যাংশন দেব।”
কী বলছেন মেয়র?
তিনি জানিয়েছেন, ১১ ছটাক থেকে ১ কাঠা, তিনতলা বাড়ির অনুমোদন দেওয়া হবে। সামনে রাখতে হবে দেড় ফুট জায়গা, দুই সাইডে আড়াই ফুট ও পিছনে চার ফুট জায়গা ছেড়ে বাড়ি বানাতে পারবেন। যদি ১ কাঠা থেকে ২ কাঠা জমিতে তিনতলা বাড়ি বানানোর পরিকল্পনা থাকে, তাহলেও নিয়ম মতো জায়গা ছাড়তে হবে। নিয়ম মতো কাজ এগোলে ১৫ দিনের মধ্যে অনুমতি দিতে পারে কলকাতা পুরসভা। বৈঠকের পর একটি কমিটি গঠন করার মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ফিরহাদ জানিয়েছেন। বাড়ি নিয়ম মেনেই হচ্ছে কি না, সেটা দেখার জন্য মেয়র নিজেও পরিদর্শনে যেতে পারেন।
মেয়র আরো একটা সুখবর দিয়েছেন। কলোনি বা বস্তি এলাকায় যারা বাড়ি বানিয়েছেন, তাঁদের জন্য ধার্য ফিজের পরিমাণ কমানো হতে পারে।
“নির্মীয়মান বাড়িতে এলবিএসের নাম, কত তলা, কত স্কোয়ার ফিট অনুমোদন, সেটা ডিসপ্লে করতেই হবে। কলকাতার সব জায়গায় এটা করতে হবে। কত তলা স্যাংশন , আর্কিটেক্টের নাম স্পষ্ট করে লিখতে হবে। ৬ বাই তিন এই ধরনের ফ্রেমে বড় করে তথ্যগুলো লিখতে হবে। যদি লেখা না থাকে, তাহলে ধরে নেওয়া হবে সেটা বেআইনি”, বলেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।