প্রীতি পোদ্দার, কলকাতা: মাসখানেক আগেই শেষ হয়ে গিয়েছে চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। এবার পালা ফলাফল প্রকাশের। কিন্তু এবার ঠিক কবে মাধ্যমিকের ফল প্রকাশ (Madhyamik Result 2025) করা হবে, সেটা নিয়ে বড় আপডেট প্রকাশ্যে এল। যা নিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে নানা গুঞ্জন শোনা গিয়েছে। যদিও এই ফলাফল প্রকাশ অনেকাংশে নির্ভর করছে উত্তরপত্র জমা পড়ার উপরে। তবে সূত্র মাধ্যম জানা গিয়েছে, ইতিমধ্যে অধিকাংশ উত্তরপত্র জমা পড়ে গিয়েছে। এবং বাকি উত্তরপত্র জমা পড়ার পরেই মাধ্যমিকের ফলপ্রকাশের চেষ্টা করা হচ্ছে।
কবে প্রকাশিত হবে ফলাফল?
চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি থেকে, যা চলেছে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। আর পরীক্ষা শেষ হওয়ার পর সাধারণত ৯০ দিনের মধ্যে ফলপ্রকাশের চেষ্টা করে থাকে মধ্যশিক্ষা পর্ষদ। এর আগে ২০২৪ সালে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল ২ মে। তার আগে ২০২৩ সালে মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল ১৯ মে ২০২৩। সেই হিসেবে তাই অনুমান করা হচ্ছে যে এবারের মাধ্যমিকের ফলাফল আগামী মাসের প্রথম সপ্তাহ নাগাদই প্রকাশিত হতে পারে। অবশেষে সেই অনুমানই সত্যি হল। মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে আগামী ২ মে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।
অধীর আগ্রহে পরীক্ষার্থী
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ ছাত্র, ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০ জন ছাত্রী। যা গত বছরের থেকে ৬২ হাজারেরও বেশি। এবং রাজ্য জুড়ে মোট ২,৬৮৩টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছে। এবছর মাধ্যমিক পরীক্ষার সময় প্রশ্নফাঁস ও টোকাটুকি রুখতে বেশ কিছু জেলায় বিশেষ নজর দেওয়া হচ্ছে। গত বারের মতো এবারও প্রথম ১০ স্থান পর্যন্ত মেধাতালিকা ঘোষণা করবে পর্ষদ।
আরও পড়ুনঃ TTE-র বেশে ওরা দেখছে টিকিট, নিচ্ছে জরিমানাও! হাওড়া স্টেশনে বিরাট জালিয়াতির পর্দাফাঁস
ফলাফল দেখা যাবে অনলাইনেও
প্রসঙ্গত, গতবারের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষাকে নিয়ে কড়াকড়ি মনোভাব ছিল পর্ষদের। তাই বেশ কেন্দ্রগুলোতে কড়া নজরদারি থাকায় ফলে কমসংখ্যক পড়ুয়ার পরীক্ষা বাতিল হয়েছে। মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অভিযোগে পরীক্ষা বাতিলের সংখ্যা ২০-র কাছাকাছি গিয়ে দাঁড়িয়েছে। এবারেও মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইট থেকেও মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখা যায়। মাধ্যমিক প্রার্থীর রোল নম্বর এবং জন্মতারিখ দিয়ে বিশেষ কয়েকটি ওয়েবসাইট থেকে মাধ্যমিক পরীক্ষার ফলাফল দেখতে পারবে।এই বিশেষ ওয়েবসাইট গুলো হল www.result.wbbsedata.com, edutips.in , indiaresults.com ইত্যাদি।