১৮৬ থেকে বেড়ে ২২৬, শনিবার থেকে গ্রিন লাইনে বাড়ল মেট্রো পরিষেবা

Published on:

Kolkata Metro

সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতার মানুষজনদের সাথে মেট্রো (Kolkata Metro) পরিষেবা ওতপ্রোতভাবে জড়িত। প্রতিদিন অফিসগামী মানুষ কিংবা স্কুল-কলেজের পড়ুয়া, সাধারণ যাত্রীদের মূল ভরসা এই মেট্রো। তবে পুজোর আগেই এবার যাত্রীদের জন্য বিরাট সুখবর এল। জানা যাচ্ছে, শনিবার অর্থাৎ আজ থেকেই গ্রিন লাইনে মেট্রোরেলের পরিষেবা বাড়ছে।

বাড়ছে ট্রেনের সংখ্যা

জানা যাচ্ছে, এতদিন এই রুটে সোমবার থেকে শনিবার পর্যন্ত ১৮৬টি মেট্রো চলতো। তবে নতুন সূচি চালু হলে প্রতিদিন ২২৬টি মেট্রো চলবে। অর্থাৎ, প্রতিদিন অতিরিক্ত ৪০টি করে ট্রেন চালানো হবে। ব্যস্ত এই রুটে এখন যাত্রীরা প্রতি ছয় মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাবে, আগে যেখানে আট মিনিট অপেক্ষা করতে হতো। বিশেষজ্ঞরা মনে করছে, এই উদ্যোগে কর্মজীবী মানুষ থেকে শুরু করে ছাত্রছাত্রী, প্রত্যেকেই উপকৃত হবে।

ডিজিটাল টিকেটও বিরাট ছাড়

প্রসঙ্গত, এখন দীর্ঘ লাইনে দাড়ানোর ঝক্কিও পোহাতে হবে না। এর জন্য মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের ডিজিটাল টিকিট ব্যবহারের অনুরোধও জানিয়েছে। স্মার্ট কার্ড বা মোবাইল কিউআর টিকিট ব্যবহার করলে এবার ৫% পর্যন্ত অতিরিক্ত ছাড় বা বোনাস মিলবে। আর এর জন্য যাত্রীদের “আমার কলকাতা মেট্রো” অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই অ্যাপ দিয়ে স্মার্ট কার্ড রিচার্জ কিংবা টিকিট বুকিং করলে ভিড় তো এড়ানো যাবেই, পাশাপাশি সময়ও বাঁচবে।

প্রসঙ্গত, এবার দুর্গাপূজা উপলক্ষে মেট্রো কর্তৃপক্ষ ট্যুরিস্ট স্মার্ট কার্ডের ঘোষণা করেছে। আর এই কার্ড থাকলে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আপনি যতবার খুশি মেট্রোতে চড়তে পারবেন। তিন দিনের জন্য কার্ড করতে গেলে দিতে হবে ২৫০ টাকা আর পাঁচ দিনের জন্য কার্ড করতে গেলে দিতে হবে ৫৫০ টাকা। ফলে একবার এই কার্ড বানিয়ে ফেললে আর লাইনে দাড়ানোর ঝক্কি পোহাতে হবে না।

আরও পড়ুনঃ পুজোর আগে সোনার দামে সুখবর, আগুন ঝরাচ্ছে রুপো! আজকের রেট

এদিকে মেট্রো রেল কর্তৃপক্ষ সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছে, মেট্রো কলকাতার মূল গর্ব। যাত্রীদের সুবিধার্থে পরিষেবার বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু মেট্রো পরিষেবা ঠিকঠাক রাখার জন্য যাত্রীদের সহযোগিতার দরকার। স্টেশন কর্মীদের নির্দেশাবলী মেনে চলতে হবে। তাতে যাত্রা আরও সহজ ও আরামদায়ক হবে। তাই পুজোর আগে এই বাড়তি মেট্রো এবং টিকিট বুকিং-এর নতুন নিয়ম যে যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেবে তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥