Indiahood-nabobarsho

মুসলিম হওয়ার শাস্তি, প্রসূতির চিকিৎসা করলেন না কলকাতার ডাক্তার! চারিদিকে নিন্দার ঝড়

Published on:

kolkata doctor

প্রীতি পোদ্দার, কলকাতা: অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে কাশ্মীরের হাল। কিন্তু গত মঙ্গলবার পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর জঙ্গিদের নারকীয় হামলায় রীতিমত কেঁপে ওঠে গোটা বিশ্ব। ২৬ জনের বেশি মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশ। পুলওয়ামার পর এমন নারকীয় হত্যাকাণ্ড দেখেনি ভারত। এদিকে এই আবহে ঘটল আরেক ঘটনা। পহেলগাঁও হামলার জেরে মুসলমান প্রসূতির চিকিৎসা করতে অস্বীকার করলেন কলকাতার এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ (Kolkata Doctor)। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তীব্র নিন্দার ঝড় উঠেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রসূতির চিকিৎসা করতে অস্বীকার!

সম্প্রতি মেহফুজা খাতুন নামে এক মহিলা আইনজীবী সোশ্যাল মিডিয়ায় স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক সি কে সরকারের বিরুদ্ধে এক বিস্ফোরক পোস্ট করেন। অভিযোগ উঠেছে যে এক অন্তঃসত্ত্বা ধর্মে মুসলিম হওয়ায় তাঁর সঙ্গে দুর্ব্যবহার করেছে। ওই মহিলা আইনজীবি এদিন সোশ্যাল মিডিয়ায় লেখেন, “সম্প্রতি অন্তঃসত্ত্বাকে নিয়ে সন্তোষপুর গর্ভনমেন্ট কলোনির কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি নামে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, অন্তঃসত্ত্বা মুসলমান হওয়ায় তাঁর সঙ্গে অমানবিক আচরণ করেন চিকিৎসক।”

এমনকি সেই পোস্টে এও বলা হয়েছিল যে অভিযুক্ত ওই চিকিৎসক নাকি হুমকির সুরে রোগীকে বলছিলেন, “পহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর আমি মুসলমান রোগী দেখছি না। হিন্দুদের তোমার স্বামীকে হত্যা করা উচিত। তাহলে বুঝবে যন্ত্রণা ঠিক কেমন। এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই চিকিৎসক সি কে সরকারের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল ওই রোগীর। মারাত্মক প্রসব যন্ত্রণার পাশাপাশি জীবন রক্ষক চিকিৎসকের এমন ভয়ঙ্কর কথায় রীতিমত আঁতকে ওঠে রোগী। শেষে গর্ভের সন্তানকে বাঁচানোর তাগিদে তিনি ওই অবস্থায় অন্য হাসপাতালের ভর্তি হন। বর্তমানে তিনি অনেক সুস্থ আছেন। যদিও চিকিৎসক কিংবা চিকিৎসক যে বেসরকারি হাসপাতালের সঙ্গে যুক্ত তাদের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

“*Unacceptable behaviour by Dr. C K Sarkar, Gynecologist & Obstetrician, KASTURI DAS MEMORIAL SUPER SPECIALITY…

Posted by Mehfuza Khatun on Thursday, April 24, 2025

 

ভাইরাল পোস্ট

সোশাল মিডিয়ায় প্রসূতির আত্মীয়ার সেই পোস্ট ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। আর এই ঘটনায় রীতিমত ওই চিকিৎসকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছে নেটিজেনরা। ওই মহিলা আইনজীবী তাঁর এই পোস্টের মাধ্যমে চিকিৎসকের বিরুদ্ধে প্রশ্ন তুলে ধরেন। তিনি বলেন, “একজন চিকিৎসকের কাছে প্রত্যেক রোগীই সমান। সেখানে জাতি-ধর্ম-বর্ণের কোনও বিভেদ নেই। তা সত্ত্বেও কীভাবে মুসলমান হওয়ায় প্রসূতিকে অস্বীকার করতে পারেন? এটা কি নৈতিকতার পরিচয়?” যদিও চিকিৎসকের এহেন আচরণ মোটেও শোভা পায় না বলেই মতামত প্রকাশ করেন নেটিজেনদের অধিকাংশের। এমনকি তাঁকে বয়কটের ডাকও দিয়েছেন।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group