মেট্রো থেকে নেমেই দেখে ফেলুন উত্তর থেকে দক্ষিণের এই পুজো মণ্ডপগুলি, রইল রুট ম্যাপ

Published on:

kolkata metro durga puja

শ্বেতা মিত্র, কলকাতাঃ এখনও অবধি চতুর্থী পঞ্চমী বা ষষ্ঠী আসেনি কিন্তু তার আগে থেকেই জায়গায় জায়গায় প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। এক কথায় মহালয়ার দিন থেকে বিভিন্ন জায়গায় প্যান্ডেল খুলে দেওয়া হয়েছে সর্বসাধারণের জন্য। যে কারণে রীতিমতো ভিড় উপচে পড়ছে। আর এহেন ভিড়ের ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময়ে বিপুল পরিমানে ভাইরাল হচ্ছে। শ্রীভূমি থেকে শুরু করে নিউ টাউন, উত্তর কলকাতা,  দক্ষিণ কলকাতার বিভিন্ন পুজো মন্ডপের দুয়ার সকলের জন্য খুলে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এডি দুর্গাপুজো প্যান্ডেলগুলিতে যাওয়ার জন্য বাস, অটো, মেট্রো তো রয়েছেই। কিন্তু আজ এই প্রতিবেদনে আপনাদের একটি বিশেষ সম্পর্কে জানানো হবে যেটি শুনলে আপনিও খুশিতে লাফাতে শুরু করবেন আজ এই আর্টিকেলে কথা হবে মেট্রো থেকে পা বাড়াতে না বাড়াতেই আপনি কোন কোন ঠাকুরগুলো দেখতে পারবেন। সে উত্তর কলকাতা বুকিং বা দক্ষিণ কলকাতা আপনি অনায়াসেই মেট্রোতে সফর করে কলকাতার বিখ্যাত কিছু পুজো মণ্ডপগুলিতে ঢুকতে পারবেন। যানজট এড়াতে বর্তমান সময় অনেকেই আছেন যারা মেট্রোতে সফর করতে পছন্দ করেন আপনিও যদি সেই সমস্ত মানুষদের মধ্যে পড়ে থাকেন তাহলে আপনার জন্য রইল একদম সোনায় সোহাগা খবর।

মেট্রো থেকে নেমেই কোন কোন ঠাকুর দেখবেন

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে মেট্রো থেকে নেমে কোন কোন ঠাকুর দেখবেন? তাহলে আপনার জন্য রইল একটু সম্পূর্ণ গাইড। প্রথমে আলোচনা করে নেওয়া যাক উত্তর কলকাতার দিকে কোন কোন ঠাকুর আপনি মেট্রো থেকে বেরিয়েই দেখতে পারবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দমদম

দমদম রেল স্টেশন থেকে শুরু করে মেট্রো স্টেশনের কাছাকাছি রয়েছে দমদম পার্ক সর্বজনীন, সিঁথি সর্বজনীন এবং সিঁথির মোড়ের বন্ধুদল স্পোর্টিং ক্লাব।

বেলগাছিয়া

বেলগাছিয়ায় নামলে প্রায় অনেকগুলো বড় পুজোই দেখে নিতে পারবেন। যেমন দমদম পার্ক ভারতচক্র, টালা প্রত্যয়, টালা বারোয়ারি। একটু হাঁটলে পৌঁছে যেতে পারেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে।

শ্যামবাজার

শ্যাম স্কোয়ার, জগৎ মুখার্জি পার্ক, বাগবাজার সর্বজনীন, ফ্রেন্ডস্‌ ইউনিয়নের মতো বেশ কিছু বড় পুজো চাক্ষুস করে নিতে পারবেন।

শোভাবাজার সুতানুটি

উত্তর কলকাতার সেরা পুজো নিয়ে কথা হবে আর শোভাবাজার রাজবাড়ীর পূজো নিয়ে কথা হবে না তা তো হতেই পারে না। শোভাবাজার রাজবাড়ির পুজোয় শুরু করে হেঁটে একে একে কুমোরটুলি পার্ক, কুমোরটুলি সর্বজনীন, আহিরীটোলা সর্বজনীন, বেনিয়াটোলা সর্বজনীন, নলিন সরকার স্ট্রিট, গৌরীবাড়ি, তেলেঙ্গাবাগান,কাশী বোস লেন, করবাগান, হাতিবাগান নবীনপল্লি, সিকদার বাগানের মতো পুজো মন্ডপ গুলো ঘুরে নিতে পারবেন।

গিরিশ পার্ক

গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে নেমে বিডন স্কোয়ার, সিমলা ব্যায়াম সমিতি, ৩৭ পল্লি, বিবেকানন্দ স্পোর্টিং, রবীন্দ্র কানন, পাথুরিয়াঘাটা ৫-এর পল্লি, চালতাবাগান ইত্যাদি ঠাকুর দেখে নিতে পারবেন।

এমজি রোড

এই স্টেশনে নেমেই পাবেন মহম্মদ আলি পার্কের পুজো। তা ছাড়াও আশপাশে রয়েছে কলেজ স্কোয়ার, শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক ক্লাব ইত্যাদি।

সেন্ট্রাল

এই স্টেশনের কাছাকাছি সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ার, কাপালিটোলা ও লেবুতলা পার্কের পুজো দেখে নিতে পারেন।

দক্ষিণ কলকাতার পুজো

এবার আলোচনা করে নেওয়া যাক দক্ষিণ কলকাতার পুজো প্রসঙ্গে জেনে নিন কোন কোন মেট্রো স্টেশন থেকে নেমে আপনি সহজেই দক্ষিণ কলকাতার পূজো মন্ডপগুলিতে হাজির হতে পারবেন।

নেতাজি ভবন

পদ্মপুকুর বারোয়ারি সমিতি, ভবানীপুর দুর্গোৎসব, ভবানীপুর ৭৫ পল্লি, হরিশ পার্ক, অগ্রদূত উদয় সঙ্ঘ, ৬৮ পল্লি, সঙ্ঘশ্রী ও সঙ্ঘমিত্র।

যতীন দাস পার্ক

ম্যাডক্স স্কোয়ার, ২৩ পল্লি, বকুল বাগান সর্বজনীন, ২১ পল্লি, আদি বালিগঞ্জ-এর পুজো দেখে নিতে পারেন।

কালীঘাট

কালীঘাট মেট্রো স্টেশন থেকে নেমে আপনি খুব সহজেই  বাদামতলা আষাঢ় সঙ্ঘ, ৬৬ পল্লি, চেতলা অগ্রণী, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচারাল, সমাজসেবী, ট্রায়াঙ্গুলার পার্ক, হিন্দুস্তান পার্ক, সিংহি পার্ক, একডালিয়া এভারগ্রিনের মতো পুজো দেখে নিতে পারেন।

রবীন্দ্র সরোবর

 মুদিয়ালি, শিবমন্দির, সুরুচি সঙ্ঘ-এর ঠাকুর দেখে নিতে পান।

টালিগঞ্জ

বেহালার দিয়ে যাওয়ার অনেক বাস পাবেন এখান থেকে। একটু এগোলেই বেহালার কিছু জনপ্রিয় পুজো। টালিগঞ্জে থেকে হরিদেবপুর অজেয় সংহতি,বড়িশা ক্লাব, পল্লি উন্নয়ন সমিতি, ৪১ পল্লির পুজো দেখে নিতে পারেন।

গীতাঞ্জলি বা নাকতলা

এই স্টেশনে নেমেই একটু হাঁটলেই এখানকার জনপ্রিয় পুজো নাকতলা উদয়ন সঙ্ঘ দেখে নিতে পারেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group