ডাকা হল টেন্ডার! ইস্ট-ওয়েস্ট মেট্রোর বেসরকারিকরণ নিয়ে তুঙ্গে জল্পনা

Published on:

Kolkata East West Metro privatization update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিচালনার দায়িত্ব তাহলে কি বেসরকারি সংস্থার হাতে উঠবে? গোটা পরিষেবা নিয়ে অনিশ্চয়তা থাকলেও মেট্রো পরিচালনার ভার বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া নিয়ে বেড়েছে জল্পনা। জানা যাচ্ছে, আগামী 31 জুলাই মেট্রো পরিচালন সংক্রান্ত ব্যবস্থা পুরোপুরি বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনার দরপত্র খোলা হবে। সূত্রের খবর, ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিচালনার দায়িত্ব নিতে ফের আগ্রহ প্রকাশ করেছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মেট্রোর বেসরকারিকরণ নিয়ে আপত্তি রয়েছে বড় অংশের

আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, দিল্লির মেট্রো রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের হাতে ইস্ট-ওয়েস্ট মেট্রোর দায়িত্ব তুলে দিতে আগ্রহী কলকাতা মেট্রোর শীর্ষ কর্তাদের একাংশ। তবে, মেট্রো কর্তৃপক্ষের আগ্রহ থাকলেও মেট্রোর বেসরকারিকরণ নিয়ে ঘোর আপত্তি রয়েছে কর্মী ইউনিয়নের।

মূলত সেই কারণেই সম্ভাবনা বাড়লেও মাঝপথে থমকে যায় বেসরকারিকরণের বিষয়টি! আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পরিষেবা ঠিক কবে নাগাদ শুরু হবে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আর এসবের মাঝেই প্রশ্ন উঠছে, ইস্ট-ওয়েস্ট মেট্রোর গোটা অংশের পরিষেবা শুরু হয়ে গেলে আগের তুলনায় যাত্রীসংখ্যা অনেকটাই বাড়বে। তাহলে কেন প্রযুক্তিগত দিক থেকে উন্নত মেট্রো বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার পরিকল্পনা চলছে?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

অবশ্যই পড়ুন: সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে কাটল বাধা! পার্পল লাইন মেট্রো নিয়ে জোড়া সুখবর

আসলে মেট্রোর এই অংশে কর্মীদের অভাব থাকায় স্টেশনগুলিতে রক্ষণাবেক্ষণের কাজ ঠিকমতো হচ্ছে না। স্টেশনের পরিচ্ছন্নতার প্রশ্নে বারবার ধাক্কা খাচ্ছে ইস্ট ওয়েস্ট মেট্রো। এমতাবস্থায় বেসরকারিকরণের সম্ভাবনার খবর শ্রমিক সংগঠনগুলির ক্ষোভ উসকে দিয়েছে।

যদিও এ প্রসঙ্গে কলকাতা মেট্রোর প্রগতিশীল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি শুভাশিস সেনগুপ্ত দাবি করেছেন, মেট্রোর বেসরকারিকরণ নিয়ে যে বিরোধিতা হচ্ছিল তা কিছুটা কমে যেতেই ফের বেসরকারিকরণকে এগিয়ে রেখে ময়দানে নেমে পড়েছে কর্তৃপক্ষ । আগামী দিনে এই বিষয়টির জোরদার বিরোধিতা করার আহ্বান জানান তিনি! যদিও বেসরকারিকরণের প্রশ্নে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি মেট্রো কর্তৃপক্ষ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group