ভাইফোঁটার আগে বাজারে আগুন, আকাশছোঁয়া দামে বিক্রি ইলিশ মাছ, চিকেন সহ সবজি

Published on:

bhai phota

শ্বেতা মিত্র, কলকাতাঃ রাত পোহালেই রয়েছে ভাইফোঁটা। আর ভাইফোঁটার আগেই বাজারে গিয়ে রীতিমতো চোখ কপালে উঠল সাধারণ মানুষের। নিত্য প্রয়োজনীয় জিনিসে হাত দিতে গিয়ে রীতিমতো ছিটকে যাচ্ছেন। সকলের মুখে একটাই কথা, এত দাম! যারা একটু বাজেটের মধ্যে থেকে বাজারঘাট করতে পছন্দ করেন তাঁরা আজ শনিবারের বাজারে গিয়ে আঁতকে উঠেছেন। শাক সবজি, ফল মূল থেকে শুরু করে মাছ মাংস, সবেরই দাম আকাশছোঁয়া। বিক্রেতারা জানাচ্ছেন, ভাইফোঁটার জন্য এই দাম। অন্যদিকে জিনিসপত্র কিনতে গিয়ে নাভিশ্বাস উঠে যাচ্ছে আমজনতার।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভাইফোঁটার আগে বাজারে আগুন

সেপ্টেম্বরে বন্যা আবার অক্টোবর মাসে ঘূর্ণিঝড় ডানার দাপটে নাজেহাল মানুষ। তারওপর একের পর এক উৎসব, সব মিলিয়ে অনেক কিছু থেকে নিত্য প্রয়োজনীয় জিনিসের দর একটু বেশিই। ভাইফোঁটায় একটু বাড়িতে ভালো মন্দ রান্না হবে না সেটাই তো হতেই পারে না। অনেকেই আছেন মাছ খেতে ভালোবাসেন। তবে বাজারে গিয়ে মাছের দাম শুনে তো চক্ষু চড়কগাছ সকলের।

জানা যাচ্ছে, কাতলা, রুই থেকে সব ধরনের মাছ কিলো প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি। বড় সাইজের কাতলা বিক্রি হচ্ছে কিলো প্রতি ৩৫০ টাকা। রুই কেজি প্রতি ২৫০ টাকা। পেল্লাই সাইজের গলদা চিংড়ি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬৫০ টাকায়। পুজোর মুখে বাংলাদেশের ইলিশ এসেছে রাজ্যে। ফ্রিজারের সেই ইলিশও বিকোচ্ছে চড়া দামে। ৭০০-৮০০গ্রামের ইলিশের দাম হাজার টাকা। ১ কেজির ইলিশ বিকোচ্ছে ১৪০০ থেকে ১৬০০ টাকা দরে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দাম বাড়ল মাংসেরও

দাম বেড়েছে মাংসেরও। যেমন মুরগির মাংস কোথাও ২৫০, কোথাও ২৮০ টাকা কেজি প্রতি বিক্রি হচ্ছে। এদিকে খাসির মাংস কোথাও ৮০০ টাকা তো আবার কোথাও ৮৮০ টাকা।

সবজির দাম

ভাইফোঁটার আগে দাম বেড়েছে শাক সবজিরও। কেজি প্রতি বেগুনের দাম ১২০ থেকে ১৪০ টাকা। পটল ১০০ থেকে ১১০। বিনসের কেজি প্রতি দাম ২০০ টাকা। উর্ধমুখী পিঁয়াজও। কেজি প্রতি ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। আদা-রসুন অনেকদিন আগেই ৪০০ গণ্ডি পেরিয়েছে। তবে একটাই স্বস্তি শশা, গাজর, ফুলকপির দাম অনেকটাই কম।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group