খাস কলকাতার ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ, গ্যাস সিলিন্ডার নয়, তবে কীসে? ছড়াল আতঙ্ক

Published:

kolkata cafe blast
Follow

ইন্ডিয়া হুড ডেস্কঃ খাস কলকাতার ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ। আওয়াজে কেঁপে উঠল আশেপাশের এলাকা। বিস্ফোরণের জেরে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন ক্যাফেরই এক কর্মী। বিস্ফোরণের ফলে ক্যাফের কাঁচের দরজা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কীভাবে বিস্ফোরণ হল তা এখনও জানা যায়নি।

প্রাপ্ত খবর অনুযায়ী, গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণ ঘটেনি। কারণ বিস্ফোরণের পর গ্যাস সিলিন্ডারটি অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। তাহলে কীসের থেকে বিস্ফোরণ? তা নিয়ে চলছে বিস্তর জলঘোলা। জানা গিয়েছে যে, সকাল ১১টা নাগাদ কলকাতা পুরসভার ৯৩ নং ওয়ার্ডের যোধপুর পার্কের ক্যাফেতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে রাস্তার উল্টো দিকে উড়ে গিয়ে পড়ে লোহার শাটার ।

ক্যাফেটি সদয় খুলেছিল। সেই কারণে লোকজন ছিল না কেউই। আর এর জন্য বড়সড় দুর্ঘটনা কিছুটা হলেও এড়ানো গিয়েছে। বিস্ফোরণের পর ক্যাফেতে আগুন ধরে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছোটে পুলিশ ও দমকল। আহত হওয়া ক্যাফের কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কিন্তু কি কারণে বিস্ফোরণ, তা এখনও বুঝে উঠতে পারেনি কেউই।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join