রবিবার পুজো কার্নিভালের জন্য অতিরিক্ত মেট্রো ঘোষণা, দেখুন টাইমটেবিল

Published:

pujo carnival metro
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ পুজো, পুজো, পুজো শেষ। মন খারাপ উৎসবপ্রিয় বাঙালির। ফের মায়ের আগমনের জন্য এক বছরের অপেক্ষা করতে হবে। প্যান্ডেলে প্যান্ডেলের দুর্গা প্রতিমা বিসর্জন হয়ে গিয়েছে। যাইহোক, তবে কলকাতা শহরে আবারও একবার দুর্গা পুজো কার্নিভাল শুরু হতে চলেছে। পর্যটন বিভাগ জানিয়েছে, কলকাতা জুড়ে ১১৩টি পুরষ্কারপ্রাপ্ত পুজো কমিটি এই রবিবার রেড রোডে বার্ষিক দুর্গাপুজো বিসর্জন কার্নিভাল ২০২৫-এ অংশগ্রহণ করবে। বিজয়া দশমী-পরবর্তী কার্নিভালের প্রস্তুতি পুরোদমে চলছে। আপনিও কি এই কার্নিভালে যাবেন বলে ঠিক করেছেন? কিন্তু অনুষ্ঠান শেষে কীভাবে বাড়ি ফিরবেন সেই নিয়ে চিন্তা করছেন? তাহলে আপনার সেই চিন্তা দূর করতে আসরে নামল কলকাতা মেট্রো।

পুজো কার্নিভালের জন্য বিশেষ মেট্রো চলবে

সকলের সুবিধার্থে কলকাতা মেট্রোর তরফে রবিবার পুজো কার্নিভালের জন্য বিশেষ মেট্রো (Pujo Carnival Metro) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই যেমন ব্লু লাইনে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর আপ লাইনে মেট্রো মিলবে রাত ১০:০৩, রাত ১০:২৩ এবং রাত ১০:৪৩ মিনিট নাগাদ। অপরদিকে দক্ষিণেশ্বর থেকে ক্ষুদিরাম ডাউনে রাত ৯:৫৩, রাত ১০:১৩ এবং রাত ১০:৩৩ মিনিটে মেট্রো পরিষেবা মিলবে।

রবিবার গ্রিন লাইনেও মিলবে বিশেষ মেট্রো পরিষেবা। এই যেমন সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান অবধি রাত ১০:২০, রাত ১০:৪০ এবং রাত ১১টা নাগাদ মেট্রো চলবে। এছাড়া হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ অবধি রাত ১০:২০, রাত ১০:৪০ এবং রাত ১১টা নাগাদ মেট্রো মিলবে।

সরকারের তরফে আয়োজিত এই অনুষ্ঠানে গান এবং নৃত্য পরিবেশনা থাকবে এবং আশা করা হচ্ছে যে এতে বিপুল সংখ্যক জনসমাগম হবে এবং উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তার উপস্থিতি থাকবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় , বেশ কয়েকজন রাজ্য মন্ত্রী, প্রশাসন ও পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকার কথা রয়েছে এবং কর্মকর্তারা জানিয়েছেন যে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, মায়ানমার, নেপাল, রাশিয়া, থাইল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ভুটান এবং চীন সহ প্রায় ১৫টি দেশের প্রতিনিধি বা কনসাল জেনারেলদের আমন্ত্রণ জানানো হয়েছে।

যান চলাচল নিয়ন্ত্রণ পুলিশের

জানিয়ে রাখি, বিসর্জন কার্নিভালের সময় জনসাধারণের নিরাপত্তা এবং সুষ্ঠু চলাচল নিশ্চিত করার জন্য, কলকাতা পুলিশ শুক্রবার একটি বিস্তৃত ট্র্যাফিক পরিকল্পনা জারি করেছে। বেশ কিছু এলাকাজুড়ে রাস্তা বন্ধ, যানবাহন ডাইভারশন এবং পার্কিং নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। হেস্টিংস ক্রসিং থেকে লাভার্স লেন পর্যন্ত খিদিরপুর রোড দুপুর ২টো থেকে কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে; পুলিশ জানিয়েছে যে এই নিষেধাজ্ঞা বিদ্যাসাগর সেতু থেকে আসা যানবাহনের উপরও প্রভাব ফেলবে।

এর পাশাপাশি এজেসি বোস রোড ক্রসিং থেকে উত্তরমুখী হাসপাতাল রোড শুধুমাত্র কার্নিভালের সাথে সম্পর্কিত যানবাহনের জন্য একই সময়ে খোলা থাকবে এবং জওহরলাল নেহেরু রোড থেকে পশ্চিমমুখী মেয়ো রোড শুধুমাত্র প্রয়োজন অনুসারে স্টিকারযুক্ত যানবাহনের জন্য অনুমতি মিলবে। রেড রোড, লাভার্স লেন, কুইনওয়ে, পলাশি গেট রোড এবং এসপ্ল্যানেড র‍্যাম্প দুপুর ২টো থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত যানবাহন চলাচলের জন্য বন্ধ থাকবে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join