বিক্রম ব্যানার্জী, কলকাতা: জোকা-মাঝেরহাট মেট্রো(Majerhat Metro) যাত্রীদের জন্য আনন্দের খবর। শীঘ্রই বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, আগামী সোমবার থেকে জোকা-মাঝেরহাট লাইনে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। যার জেরে কমে আসবে সময়ের ব্যবধান। অর্থাৎ, এবার থেকে 50 মিনিটের বদলে মাত্র 22 মিনিট অন্তর অন্তর মেট্রো চলবে এই রুটে। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করে যাত্রীদের স্বস্তি দিয়েছে কলকাতা মেট্রো।
কলকাতা মেট্রোর নয়া বিজ্ঞপ্তি
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, সোমবার থেকে জোকা-মাঝেরহাট রুটে মেট্রোর সংখ্যা বাড়ছে। এবার থেকে কম করে 40টি মেট্রো চলবে এই লাইনে। জানা যাচ্ছে, আগে এই একই রুট ধরে আপ এবং ডাউন মিলিয়ে 9টি করে মোট 18টি ট্রেন চলত।
মেট্রোর সংখ্যা কম হওয়ায় পরিষেবার ব্যবধানও ছিল বেশি। যার ফলে যথেষ্ট সমস্যায় পড়তে হতো যাত্রীদের। তবে আপাতত তা আর হচ্ছে না। মূলত যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখে জোকা থেকে মাঝেরহাট রুটে মেট্রোর সংখ্যা বাড়াচ্ছে ভারতীয় রেল।
মেট্রো রেলের এই নয়া উদ্যোগে, এবার থেকে ওই একই রুটে 50 মিনিটের বদলে মাত্র 22 মিনিটের মধ্যেই অপর মেট্রো ধরতে পারবেন যাত্রীরা। সেই সূত্রে জানিয়ে রাখি, মেট্রোর সংখ্যা বাড়লেও এখনও পর্যন্ত ভাড়া বৃদ্ধির কোনও রকম সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ।
কোন কোন সময়ে চলবে মেট্রো?
মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল 8টা বেজে 27 মিনিটে। যেখানে প্রথম মেট্রো ধরার জন্য যাত্রীদের 8টা 55 পর্যন্ত অপেক্ষা করে থাকতে হতো। অন্যদিকে শেষ মেট্রোর ক্ষেত্রেও বদল এসেছে। আগে যেখানে শেষ মেট্রো দুপুর 3টে বেজে 35 মিনিটে পাওয়া যেত, এবার থেকে সেই মেট্রো স্টেশনে পৌঁছবে 3টে 28 মিনিটে।
এ তো গেল মাঝেরহাটের প্রসঙ্গ। এবার আসা যাক জোকা থেকে প্রথম এবং শেষ মেট্রোর সময়ে। রেলের নয়া পদক্ষেপের পর এবার থেকে জোকার শেষ মেট্রো চলবে দুপুর 3টে 10 মিনিটের বদলে 3টে 28 মিনিটে। তবে দিনের প্রথম মেট্রো অর্থাৎ সকালের মেট্রো পরিষেবা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, ভোর সাড়ে 8টা থেকেই চালু হবে। বলা বাহুল্য, মেট্রোর নিয়ম অনুসারে, সোম থেকে শুক্র পর্যন্ত প্রতিদিন এই মেট্রো পরিষেবা চালু থাকবে।
অবশ্যই পড়ুন: সার্জিক্যাল স্ট্রাইক অতীত, পাকিস্তানের ‘পেটে লাথি’ মারার প্ল্যান তৈরি করে ফেলল ভারত!
প্রসঙ্গত, এদিকে দীর্ঘ অপেক্ষা ঘুঁচিয়ে শীঘ্রই শুরু হতে চলেছে এক্সপ্লানেড-শিয়ালদহ মেট্রো পরিষেবা। জানা গিয়েছে, গত রবিবার এই অংশের লাইন পরিদর্শন করতে এসেছিলেন কমিশনার অফ রেলওয়ে সেফটি সুমিত সিংঘল। এদিন সিংঘলের পাশাপাশি এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রো লাইনের পরিদর্শনে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার অনুজ মিত্তাল ও কলকাতা মেট্রোর অন্যান্য শীর্ষ আধিকারিকরা।
জানা যাচ্ছে, সিংঘলের নেতৃত্বে গোটা অংশের কাজ পরিদর্শনের পর আপাতত সবুজ সংকেতের জন্যই অপেক্ষা করছে এসপ্ল্যানেড-শিয়ালদহ মেট্রো পরিষেবা। আর তা পেয়ে গেলেই এসপ্ল্যানেড-শিয়ালদহ শাখার পাশাপাশি খুলে যাবে ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুট অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ অংশের দিগন্তও।