ক্ষুদিরাম স্টেশনে জোরকদমে চলছে ক্রস ওভারের কাজ, কবে ভোগান্তি কমবে মেট্রো যাত্রীদের?

Published on:

Kolkata Metro Blue Line Update Shahid Khudiram Metro Station Crossover Work

বিক্রম ব্যানার্জী, কলকাতা: একাধিক পিলারে ফাটল দেখা দেওয়ার কারণে গত 28 জুলাই থেকে আগামী নয় মাস ব্লু লাইনের কবি সুভাষ মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ফলত, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী মেট্রোর এখন অন্তিম স্টেশন ব্রিজি বা শহীদ ক্ষুদিরাম।

তবে স্টেশনটিতে মেট্রোর লাইন এক্সচেঞ্জের বিশেষ পরিকাঠামো না থাকায় ক্ষুদিরাম স্টেশনে যাত্রীদের নামিয়ে মেট্রোর খালি রেকগুলি কবি সুভাষ থেকেই ঘুরিয়ে আনা হচ্ছে। কিন্তু এমনটা আর কতদিন চলবে? মূলত এমন প্রশ্নেই এবার শহীদ ক্ষুদিরাম স্টেশনের সামনের দিকে ক্রসওভার তৈরির কাজ শুরু করে দিয়েছে মেট্রো রেলওয়ে কলকাতা (Kolkata Metro Blue Line Update)। সর্বভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া রিপোর্ট অনুযায়ী, পুজোর আগেই এই বিরাট কর্মযজ্ঞ শেষ হয়ে যাবে বলেই আশা মেট্রো কর্তাদের।

ভোগান্তি কমবে যাত্রীদের

মেট্রো ঘোরানোর জন্য যাতে আর ঝুঁকিপূর্ণ কবি সুভাষ মেট্রো স্টেশনে যেতে না হয় সেজন্যেই জোর কদমে চলছে শহীদ ক্ষুদিরাম স্টেশনের ক্রস ওভার তৈরির কাজ। আর সে কারণেই গতকাল অর্থাৎ রবিবার বিকেল চারটে পর্যন্ত শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। সূত্রের খবর, আগামীতেও একই রকম ভাবে ক্রস ওভারের কাজের কারণে কয়েক ঘন্টার জন্য শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রাখা হতে পারে।

মেট্রো কর্তার আশা করছেন, আগামী তিন সপ্তাহের মধ্যে ক্ষুদিরাম স্টেশনে ক্রস ওভার তৈরির কাজ শেষ হয়ে গেলেই ব্লু লাইন মেট্রো পরিষেবা আবার পুরনো ছন্দে ফিরে আসবে। একই সাথে, মেট্রোতে গাদাগাদি করে যাতায়াত এবং মেট্রোর দেরিতে আসার সমস্যা থেকে রেহাই পাবেন ব্লু লাইনের নিত্যযাত্রীরা। তাছাড়াও ইস্ট ওয়েস্ট মেট্রোর গোটা অংশ জুড়ে যাওয়া এবং নোয়াপাড়া-এয়ারপোর্ট মেট্রো চালু হওয়ার কারণে আগের তুলনায় অনেকটাই ভিড় বেড়েছে ব্লু লাইনে। ফলে, ব্রিজি স্টেশনে ক্রসওভার তৈরির কাজ শেষ হওয়ার অপেক্ষায় মেট্রো যাত্রীদের একটা বড় অংশ।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: পাত্তা দেয়নি দল! অবসরের পরই পুজারাকে আবেগঘন চিঠি প্রধানমন্ত্রী মোদির

প্রসঙ্গত, মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ মেট্রো স্টেশনে মেট্রোর অভিমুখ পরিবর্তনের বিশেষ ব্যবস্থা রয়েছে। তবে সেক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন টালিগঞ্জ মেট্রো স্টেশন ছাড়িয়ে যেসব যাত্রীরা আরও দূরে যান। তাই মহানায়ক উত্তম কুমার স্টেশনে মেট্রো লাইন বদলের বিশেষ পরিকাঠামো থাকলেও যাত্রী সুবিধার কথা মাথায় রেখে পুজোর আগেই দ্রুত ক্ষুদিরাম মেট্রো স্টেশনের ক্রস ওভার তৈরির কাজ শেষ করতে চাইছে মেট্রো রেল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥