শ্বেতা মিত্র, কলকাতা: কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবা নিয়ে ফের একবার এল সুখবর। আগামী দিনে সকলের যাত্রা আরও সুন্দর হতে চলেছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু রুটে একদিকে যেমন মেট্রো সংখ্যা বাড়ছে তো আবার কিছু জায়গায় কমানো হচ্ছে। আবার কিছু জায়গায় মেট্রো আসা যাওয়ার সময়ের ব্যবধান বাড়ানো-কমানো হচ্ছে। এদিকে মেট্রোর এহেন খামখেয়ালিপনার মাশুল গুনতে হচ্ছে সাধারণ নিত্য যাত্রীদের। তবে আর চিন্তা নেই, কারণ এবার কলকাতা মেট্রোর তরফে সুদূর চিন থেকে একাধিক মেট্রো রেক আনানো হয়েছে। যে কারণে সকল যাত্রীদের আগামী কিছু সময়ের মধ্যে সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
চিন থেকে একাধিক মেট্রো রেক এল বাংলায়
ইতিমধ্যেই কলকাতা মেট্রোর তরফে একটি তথ্য শেয়ার করা হয়েছে। আর এই তথ্য পাওয়ার পর যাত্রীরা রীতিমতো খুশিতে ডগমগ হয়ে গিয়েছেন। আসলে শনিবার চিন থেকে কলকাতা বন্দরে এসেছে দুটি নতুন দালিয়ান রেক। ডক সংলগ্ন রেল ইয়ার্ডে তাদের একত্রিত করে নোয়াপাড়ায় নিয়ে যাওয়া হবে। মেট্রোর ব্লু লাইনে এই রেকগুলি চালু করতে এক মাস সময় লাগবে।
আরও পড়ুনঃ কবে কতটা বাড়বে DA ও বেতন? অষ্টম পে বেতন কমিশন লাগু নিয়ে নয়া আপডেট
দুটি নতুন রেক (এমআর-৫০৪ এবং এমআর-৫১২), যা দালিয়ান রেক নামে পরিচিত, ১৪ জানুয়ারি কলকাতা মেট্রো রেলওয়ের নোয়াপাড়া কারশেডে পৌঁছেছে। গ্লোবাল টেন্ডারের মাধ্যমে এই রেকগুলি সংগ্রহ করে ১২ জানুয়ারি একটি জাহাজে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে এসে পৌঁছেছিল। জাহাজ থেকে মোট ১৬টি বগি নামিয়ে ডিজেল ইঞ্জিনের সাহায্যে নোয়াপাড়া কারশেডে পাঠানোর আগে যুক্ত করা হয়।
কী জানাচ্ছে কলকাতা মেট্রো?
নতুন রেক আনা প্রসঙ্গে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে অতিরিক্ত দুটি দালিয়ান রেক চিন থেকে আনানো হয়েছে। খুব শীঘ্রই এটি ব্লু লাইনে যুক্ত করা হবে। এই দুটি রেকে এমন কিছু অত্যাধুনিক জিনিস রয়েছে যা যাত্রীদের ভ্রমণের অভিজ্ঞতাকে অন্য এক মাত্রা দেবে। যেমন এই রেকের দরজাগুলো অনেকটাই বেশি চওড়া। ডিস্ক ব্রেক সিস্টেম, অ্যান্টি স্কিড রাবার ফ্লোরিং এবং চওড়া ইভ্যাকুয়েশন ডোর থাকার ফলে অনেকটা নিরাপদ হবে সকলের কাছে।
আরও পড়ুনঃ দু’বছরে ১৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ, কলকাতায় অফিস খুলল ৬ লক্ষ চাকরি দেওয়া IT কোম্পানি
প্রসঙ্গত, কয়েক বছর আগে আন্তর্জাতিক দরপত্র ডেকে কলকাতার মেট্রো ট্র্যাকে চলার জন্য রেক তৈরির বরাত দেওয়া হয়েছিল চিনের দালিয়ান সংস্থাকে। সেখান থেকেই কয়েক দফায় মোট ১৪টি রেক কলকাতায় আসার কথা। কয়েক বছর আগে দালিয়ান থেকে তিনটে রেক এসেছিল শহরে।