শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় করছে ততই কলকাতা মেট্রো (Kolkata Metro) একের পর এক মাইলফলক ছুঁয়ে চলেছে। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। দীর্ঘ প্রতীক্ষিত এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ ভায়া বৌবাজার হয়ে ছুটেছে মেট্রো। অবশ্যই সেটা ট্রায়াল রান। আর নিঃসন্দেহে কলকাতা মেট্রোর কাছে এটা বড় গর্বের ব্যাপার। এবার ওপর মহল থেকে অনুমোদন দিলেই খুব সম্ভবত চলতি বছরেই এক মেট্রোতে এসপ্ল্যানেড থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে এসপ্ল্যানেড যাওয়া সহজ হবে সকলের কাছে। তবে এরই মাঝে মেট্রো যাত্রীদের দুঃসংবাদ শোনাল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সামনের মাস অর্থাৎ ফেব্রুয়ারিতেই মেট্রো পরিষেবা নিয়ে চরম ভোগান্তির শিকার হতে হবে নিত্য যাত্রীদের বলে খবর। এর কারণ মেট্রোর একাংশ পরিষেবা বন্ধ থাকবে।
ফেব্রুয়ারিতে টানা বন্ধ থাকবে পরিষেবা!
কলকাতা মেট্রো সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসে টানা আট দিন মতো বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। হ্যাঁ ঠিকই শুনেছেন। যদিও এই নিয়ে চিন্তা করার কিছু নেই, রাস্তায় পর্যাপ্ত মিলবে বাস। কারণ এই বিষয়ে বাস মালিক সংগঠনদের সঙ্গে কথা বলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এই টানা আটটা দিন যাতে রাস্তায় পর্যাপ্ত বাস পরিষেবা মেলে তা নিশ্চিত করতে অনুরোধ করা হয়েছে কলকাতা মেট্রোর তরফে বলে খবর।
আরও পড়ুনঃ এসপ্ল্যানেড-হাওড়া রুটে বাড়তি সুবিধা, আজ থেকে চলবে অতিরিক্ত মেট্রো, বদলে গেল সূচিও
এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে কোন রুটে মেট্রো পরিষেবা টানা আটদিন মতন বন্ধ থাকবে? তাহলে জানিয়ে রাখি, ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা ফেব্রুয়ারিতে বন্ধ থাকবে। মূলত দুই ধাপে বন্ধ থাকবে পরিষেবা। এদিকে এই টানা আটদিন যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয় তার জন্য বুধবার বেসরকারি বাসমালিকদের সংগঠনের সঙ্গে বৈঠক করল পরিবহণ দফতর। এদিন পরিবহণ ভবনে আয়োজিত এই বৈঠকে বেসরকারি বাস মালিকদের সঙ্গে কথা হয় মেট্রো কর্তৃপক্ষের। সেখানেই জানানো হয়, কোন কোন দিন বন্ধ থাকবে মেট্রো।
এই তারিখগুলো নোট করুন
নিশ্চয়ই ভাবছেন যে কবে কবে বন্ধ থাকবে পরিষেবা। আগামী ফেব্রুয়ারি মাসে ১৩-১৬ এবং ২২-২৫ তারিখ দু’ধাপে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ রাখা হবে। আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান এবং শিয়ালদহ থেকে বিধাননগর পর্যন্ত চলাচল করে। কিন্তু মেট্রো কর্তৃপক্ষ শিয়ালদহ ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের মধ্যেও মেট্রো চালিয়ে বিধাননগর থেকে অল্প সময়ের ব্যবধানে হাওড়া ময়দান থেকে যাতায়াতের সুবিধা দিতে চান শহরবাসীকে।
আরও পড়ুনঃ ৫ থেকে ১০ হাজারে শুরু হওয়া ব্যবসা, একবার বিনিয়োগে মাসে ৫০ হাজার হবে আয়
অন্যদিকে বড় মন্তব্য করেছেন অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির নেতা রাহুল চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘নতুন বাস কিনে পরিষেবা বাড়ানো সম্ভব নয়। সে কথা আমরা জানিয়ে দিয়েছি। আমরা যেটুকু করতে পারব, তা হল বাসের ট্রিপ সংখ্যা বাড়াতে পারব। ওই সময় হাওড়া ময়দান ও সল্টলেকে আমাদের প্রতিনিধিরা থাকবেন। তারা পরিবহণ দফতরের সঙ্গে কথা বলে সমন্বয় রাখবেন।’ এদিকে বেঙ্গল বাস সিন্ডিকেটের নেতা সুরজিৎ সাহা বলেন, ‘পরিষেবা দেওয়ার ক্ষেত্রে আমরাও আমাদের শর্তের কথা জানিয়েছি পরিবহণ দফতরকে। হয়তো বাসের সংখ্যা আমরা বাড়াতে পারব না, কিন্তু যাতে যাত্রীদের অসুবিধা না হয়, বাসের ট্রিপ বাড়িয়ে পরিষেবা দিতে পারব।’
মোহনবাগানকে আটকে দিয়ে সুর চড়ালেন প্রীতম কোটাল