সৌভিক মুখার্জী, কলকাতা: কলকাতাবাসীর জন্য সুখবর। যারা নিত্য মেট্রোতে (Kolkata Metro) যাতায়াত করেন, তাদের জন্য এবং বিশেষ করে পরীক্ষার্থীদের জন্য আজকের প্রতিবেদনটি। রবিবার অর্থাৎ আগামীকাল রাজ্য পুলিশের নিয়োগ পরীক্ষা। আর সেই কথা মাথায় রেখেই পরীক্ষার্থীদের সুবিধার্থে বাড়তি মেট্রোর ঘোষণা করল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। গতকাল এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে জানানো হয়েছে, ব্লু এবং গ্রিন লাইনে আগামী রবিবার অতিরিক্ত মেট্রো চালানো হবে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন সময় এই অতিরিক্ত পরিষেবা মিলবে।
ব্লু লাইনে অতিরিক্ত মেট্রো
কলকাতা মেট্রো কর্তৃপক্ষের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, আগামী রবিবার অর্থাৎ ১২ অক্টোবর সকাল ৯:০০ টার বদলে সকাল ৭:০০ টা থেকে নোয়াপাড়া ও শহীদ ক্ষুদিরাম থেকে মেট্রো পাওয়া যাবে। প্রসঙ্গত, ব্লু লাইনে রবিবারের দিন ১৩০টি করে মেট্রো চলে। তবে আগামী রবিবার অর্থাৎ ১২ অক্টোবর আরও ৮টি অতিরিক্ত মেট্রো চালাবে কর্তৃপক্ষ। তবে রেলের সময়সূচিতে কোনওরকম পরিবর্তন আনা হচ্ছে না।
মেট্রো রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত আগামীকাল সকাল ৭:০০ টায় নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে। আর সকাল ৭:০৪ মিনিটে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো পাওয়া যাবে। এদিকে সকাল ৭:২০ মিনিটে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো চলবে।
গ্রিন লাইনে অতিরিক্ত মেট্রো
এদিকে গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে রবিবার ১০৪টি করে মেট্রো চলে। তবে আগামী রবিবার অর্থাৎ ১২ তারিখ ১১২টি মেট্রো চলবে। অর্থাৎ, এই লাইনেও অতিরিক্ত ৮টি মেট্রো পাওয়া যাবে। আর সকাল ৯:০০ টার বদলে গ্রিন লাইনেও সকাল ৭:০০ টা থেকে পরিষেবা শুরু হবে।
আরও পড়ুনঃ ডাক্তারি পড়ুয়াকে জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ! আরজি করের ছায়া দুর্গাপুরে
মেট্রোর বিজ্ঞপ্তি অনুযায়ী যেমনটা জানা গিয়েছে, সকাল ৭:০০ টায় হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভগামী প্রথম মেট্রো পাওয়া যাবে। আর সকাল ৭:০২ মিনিটে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো পাওয়া যাবে। এমনকি গ্রিন লাইনেও মেট্রোর সময়সূচীতে কোনওরকম বদল আনা হয়নি। তবে আধ ঘন্টার বদলে আরও কম সিকুয়েন্সে মেট্রো মিলবে গ্রিন লাইনে। মূলত এদিন পরীক্ষার্থী থেকে শুরু করে নিত্যযাত্রীরা যে উপকৃত হবে, এমনটাই আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ।