Indiahood-nabobarsho

এসপ্ল্যানেড থেকে শিয়ালদা অবধি কতগুলি স্টেশন হবে? দেখুন রুট ম্যাপ

Published on:

sealdah esplanade metro

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে। এবার সবুজ সংকেত মিলেছে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রোর। হ্যাঁ, ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের শেষ পর্বে শুরু হতে চলেছে যাত্রী পরিবহন। আর এই নতুন অধ্যায়ে যুক্ত হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন শিয়ালদহ এবং এসপ্ল্যানেড (Sealdah Esplanade Metro)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

সূত্রের খবর, এই করিডর এত দিন দুটি ভাগে বিভক্ত ছিল। একদিকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড, আর অন্যদিকে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ। তবে এই মাঝের গুরুত্বপূর্ণ সংযোগস্থল এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো চলাচলে এবার কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমতি মিলেছে।

কতগুলি নতুন স্টেশন খুলছে?

এখন কলকাতাবাসীর মনে একটাই প্রশ্ন যে, এই নতুন রুটে কটি স্টেশন যুক্ত হচ্ছে! তবে সহজ ভাষায় বললে একটিও নতুন স্টেশন খোলা হচ্ছে না। হ্যাঁ, এই অংশ শুধুমাত্র এসপ্ল্যানেড ও শিয়ালদহ স্টেশনের মধ্যে সংযোগস্থল হিসেবেই কাজ করবে। কিন্তু সংযোগ খুলে যাওয়া মনে কলকাতার দুই প্রান্ত অর্থাৎ হাওড়া এবং সল্টলেক সেক্টর ফাইভ এবার একসঙ্গে জুড়ে যাবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বেশ কিছু সূত্র বলছে, এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশটিতে মেট্রো চালু করা সব থেকে চ্যালেঞ্জিং বিষয়ে ছিল। কারণ বউবাজার অঞ্চলে মাটি ধ্বস, বাড়িঘরের ক্ষতি, টানেল বোরিং মেশিন আটকে যাওয়া, সবমিলিয়ে বেশ ঝঞ্ঝাটযুক্ত ছিল এই অঞ্চল। এমনকি বহু পরিবারকে হোটেলেও আশ্রয় নিতে হয়েছিল। আর সেই প্রতিকূলতাকে জয় করে এবার মেট্রো কর্তৃপক্ষ সাফল্যের দরগোঁড়ায় পৌঁছেছে। 

স্টেশনগুলির তালিকা

এখনও পর্যন্ত মেট্রো রেলের সূত্র মারফত যা খবর, হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত যে স্টেশনগুলি থাকবে সেগুলি হল-

  • হাওড়া ময়দান – আন্ডারগ্রাউন্ড 
  • হাওড়া স্টেশন – আন্ডারগ্রাউন্ড 
  • মহাকরণ – আন্ডারগ্রাউন্ড 
  • এসপ্ল্যানেড – আন্ডারগ্রাউন্ড 
  • শিয়ালদহ – আন্ডারগ্রাউন্ড 
  • ফুলবাগান – আন্ডারগ্রাউন্ড 
  • সল্টলেক স্টেডিয়াম – এলিভেটেড 
  • বেঙ্গল কেমিক্যাল – এলিমেটেড 
  • সিটি সেন্টার – এলিভেটেড 
  • সেন্ট্রাল পার্ক – এলিমেটেড 
  • করুণাময়ী – এলিমিটেড 
  • সেক্টর ফাইভ – এলিভেটেড 

আরও পড়ুনঃ গরমের ছুটিতে নামমাত্র খরচে ঘুরে আসুন হিমাচল, থাকা থেকে খাওয়ার সুবন্দোবস্ত করবে IRCTC

উদ্বোধনের অপেক্ষায় দিন গুনছে গোটা শহর

বেশ কিছু সূত্রে মারফত জানা গেল, এই গুরুত্বপূর্ণ মেট্রো করিডরের উদ্বোধন করতে পারে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হ্যাঁ, মেট্রোর এই নতুন সংযোগে যাত্রীরা বিশাল উপকৃত হবে বলেই মনে করছে সবাই। বিশেষ করে শহরবাসীর যাতায়াতের চেহারা পুরো বদলে যাবে এই নয়া মেট্রো রুটের মাধ্যমে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group