খিদিরপুর এসপ্ল্যানেড মেট্রো নিয়ে বিরাট আপডেট! নববর্ষেই মিলতে পারে সুখবর

Published on:

kolkata metro

শ্বেতা মিত্র, কলকাতা: আপনিও কি কলকাতা শহরের বাসিন্দা? মেট্রোতে (Kolkata Metro) করে রোজ যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল দারুণ এক সুখবর। এবার জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডর নিয়ে প্রকাশ্যে এল বিরাট আপডেট। এমনিতে যত সময় এগোচ্ছে ততই এই বিশেষ মেট্রো করিডরটি নিয়ে সাধারণ মানুষের উত্তেজনা একদম তুঙ্গে রয়েছে। কবে এই রুটে মেট্রো পরিষেবা চালু হবে সেই অপেক্ষায় দিন গুনছেন সকলে। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। মেট্রো পরিষেবার জন্য কলকাতায় এল বিশালাকার টানেল বোরিং মেশিন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর নববর্ষের মধ্যেই এই মেট্রো রুটে বড় কাজ শুরু হবে বলেও জানা যাচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জোকা-এসপ্ল্যানেড মেট্রো রুট নিয়ে বড় আপডেট

নববর্ষ থেকেই পার্পেল লাইনে শুরু হতে চলেছে মেট্রোর কাজ। আর এই মেট্রো রুটের কাজের জন্যই সুদূর তামিলনাড়ু থেকে এল টানেল বোরিং মেশিন। এই রুটে কাজের জন্য বাঙালি নববর্ষ থেকেই হাত লাগাবে কর্মীরা বলে সূত্রের খবর। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাস অর্থাৎ এপ্রিল থেকে শুরু হবে খিদিরপুর-এসপ্ল্যানেড সুড়ঙ্গ খোঁড়ার কাজ। এহেন খবর চাউর হতেই বেজায় খশি মেট্রো প্রেমীরা।

শুধু এখানেই শেষ নয়, কাজ যাতে দ্রুত এবং সুষ্ঠভাবে হয় তার জন্য আরও একটি বোরিং মেশিন আনা হবে। সুড়ঙ্গ খননের সম্পূর্ণ কাজটাই হবে এই মেশিন দিয়ে। অর্থাৎ হয়তো সেই দিন আর বেশি দূরে নেই যখন মেট্রো করে শহরের মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আরও সহজে এবং নির্ঝঞ্ঝাটভাবে যেতে পারবেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কলকাতায় এল বিশালকায় মেশিন

জানা গিয়েছে, কলকাতা শহরে যে বিশাল টানেল বোরিং মেশিনটি এসেছে সেটি তামিলনাড়ু থেকে এসেছে। জানলে অবাক হবেন, তামিলনাড়ু থেকে আসা এই TBM প্রায় ৯০ মিটার লম্বা এবং ওজন ৬৫০ টন। এই উন্নত প্রযুক্তির মেশিনটি সুড়ঙ্গ খননের জন্য প্রিকাস্ট সেগমেন্ট রিং ব্যবহার করবে, যা ভূগর্ভস্থ রেলপথ নির্মাণে কার্যকরী।

যতদূর জানা যাচ্ছে, খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত টানেল তৈরির জন্য দুটি টানেল বোরিং মেশিন ব্যবহার করা হবে।  প্রথমে খিদিরপুরের সেন্ট থমাস স্কুল চত্বর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত ১.৭ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করবে TBM। পরবর্তী ধাপ হিসেবে ভিক্টোরিয়া থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ৯৫০ মিটার পথ নির্মাণ করা হবে। পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেডের সঙ্গে এই লাইন যুক্ত হবে।  সম্প্রতি যোগাযোগ ব্যবস্থার এক বিরাট উন্নতির জন্য, জোকা-এসপ্ল্যানেড মেট্রো করিডোরের দৈর্ঘ্য বৃদ্ধির অনুমোদন পেয়েছে। পার্পল লাইন নামে পরিচিত মেট্রো নেটওয়ার্কটি তার বিদ্যমান ১২টি স্টেশনের সাথে আরও দুটি স্টেশন যুক্ত করার জন্য সবুজ সংকেত পেয়েছে।

বড় পরিকল্পনা মেট্রোর

প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে, প্রায় ১৪.১ কিলোমিটার দীর্ঘ পার্পল লাইনটি বিদ্যমান জোকা মেট্রো স্টেশন এবং আইআইএম জোকার মধ্যে ১.৭ কিলোমিটার প্রসারিত করা হবে। অন্যদিকে, পার্পল লাইনের আসন্ন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনটি ১.৬ কিলোমিটার প্রসারিত করা হবে। প্রস্তাবিত দুটি নতুন বর্ধিত স্টেশনের সাথে, পার্পল লাইনের দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group