স্টেশনে বুঝে ফেলতে হবে পা! এক ভুলেই হবে মোটা জরিমানা, কঠোর হল কলকাতা মেট্রো

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্ল্যাটফর্মে বুঝে রাখতে হবে পা। যাত্রী সুরক্ষা ও দুর্ঘটনা এড়াতে বিরাট পদক্ষেপ নিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ (Kolkata Metro)। জানা যাচ্ছে, দীর্ঘ বহু দশক যা করতে হয়নি, এবার সেই পথেই হাঁটল কলকাতা মেট্রো। সোমবার বিজ্ঞপ্তি জারি করে, যাত্রীদের জন্য কড়া নিয়ম চালু করা হয়েছে মেট্রো রেলের তরফে।

যাত্রীদের জন্য নতুন নিয়ম আনল কলকাতা মেট্রো

অতীতে বহুবার, যাত্রীদের জন্য একাধিক নিয়ম চালু করেছে কলকাতা মেট্রো। কিন্তু সার্বিক ক্ষেত্রে সেই নিয়ম মানা হয় কি? মূলত তাড়াহুড়োর বসে বেশিরভাগ ক্ষেত্রেই মেট্রো রেলের নিয়মগুলি উপেক্ষা করেন নিত্য যাত্রীরা। সেক্ষেত্রে বারংবার মেট্রো রেলের তরফে সতর্কবার্তা দেওয়া সত্ত্বেও লাভের লাভ হয়নি। মূলত যাত্রীদের মধ্যে সচেতনতার অভাব বারবার স্পষ্ট হয়েছে। এবার সেই সব কারণকে সামনে রেখে, কলকাতা মেট্রোর বড় পদক্ষেপ।

সম্প্রতি মেট্রোর একাধিক নিয়মের মধ্যে রয়েছে ট্রেন না আসা পর্যন্ত প্লাটফর্মের হলুদ লাইন পার না হওয়া! তবে নিয়মই সার! কলকাতার মেট্রো স্টেশনগুলিতে পৌঁছলে দেখা যাবে, ট্রেন আসার আগে থেকেই বহু যাত্রী হলুদ লাইন পেরিয়ে উঁকি ঝুঁকি মারছেন! যার ফলে যেকোনও মুহূর্তে ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। ফলত, সেই সব কারণকে সামনে রেখেই এবার যাত্রী সুরক্ষায় কড়া হল মেট্রো কর্তৃপক্ষ।

জানা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে ট্রেনের উপস্থিতি জানতে লাইনে উঁকিঝুঁকি মারা কিংবা মেট্রো ট্র্যাকে ঝাঁপ দেওয়ার প্রবণতাও কয়েকগুণ বেড়েছে, যাত্রীদের সেইসব অভ্যাস বন্ধ করতে ও দুর্ঘটনা থেকে দূরত্ব বজায় রাখার স্বার্থে মেট্রোর সকল যাত্রীর জন্য নতুন নিয়ম চালু করল কর্তৃপক্ষ।

অবশ্যই পড়ুন: ভারতীয়দের বয়কটের ধাক্কায় ব্যবসায় লালবাতি! তুর্কি এয়ারলাইন্সের শেয়ারে বিপুল ধস

সোমবার কলকাতা মেট্রো বিজ্ঞপ্তি জানানো হয়েছে, এবার থেকে কোনও যাত্রী যদি মেট্রো আসার আগে হলুদ লাইন পার করেন, তবে তা অপরাধ হিসেবে গণ্য করা হবে। আর এই অপরাধের মাসুল গুনতে হবে অর্থ চুকিয়ে। জানা গিয়েছে, হলুদ লাইন পার করলে যাত্রীদের তৎক্ষণাৎ 250 টাকা জরিমানা করা হবে। বলা বাহুল্য, আগামী 1 জুন থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে। তার আগে প্ল্যাটফর্ম গুলিতে বসবে একাধিক সিসিটিভি। মূলত তা দেখেই, সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join