বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার রাজ্যের UPSC পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল কলকাতা মেট্রো (Kolkata Metro)। জানা যাচ্ছে, আগামী 25 মে UPSC প্রিলিমিনারি পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবা চালু করছে মেট্রো কর্তৃপক্ষ। ইতিমধ্যেই কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটে রবিবার বিশেষ পরিষেবা পেতে চলেছেন রাজ্যের সকল UPSC পরীক্ষার্থী।
বড় ঘোষণা কলকাতা মেট্রোর
সদ্য বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, আগামী 25 মে অর্থাৎ রবিবার শুধুমাত্র UPSC পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে অন্যান্য রবিবারের তুলনায় বেশি মেট্রো চালানো হবে। জানা যাচ্ছে, এদিন 130টি ট্রেনের পরিবর্তে 138টি অর্থাৎ 8টি মেট্রো বেশি চলবে।
সেই সাথেই রবিবার সকাল 7টা থেকে 9টা পর্যন্ত আপ এবং ডাউন লাইনে 30 মিনিট অন্তর মেট্রো চালানো হবে বলেই জানিয়ে দিয়েছে কলকাতা মেট্রোর শীর্ষ আধিকারিকরা। তবে দিনের শেষ মেট্রোর সময় অপরিবর্তিত থাকছে।
এক নজরে রবিবারের প্রথম মেট্রো পরিষেবা
শুধুমাত্র রাজ্যের UPSC পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা চালু করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সেই সূত্রেই বলে রাখি, আগামী রবিবার সকাল 7 টায় কবি সুভাষ থেকে প্রথম মেট্রো ছাড়বে, পৌঁছবে, দক্ষিণেশ্বর স্টেশন। অন্যদিকে সকাল 7টায় নোয়াপাড়া থেকে মেট্রো ছেড়ে পৌঁছবে, কবি সুভাষ স্টেশন। একইভাবে 7টা বেজে 20 মিনিট নাগাদ দক্ষিণেশ্বর থেকে সকালের মেট্রো ছেড়ে যাবে কবি সুভাষ পর্যন্ত।
উপকৃত হবেন বহু পরীক্ষার্থী
কলকাতা মেট্রোর এমন পদক্ষেপকে সাদরে গ্রহণ করেছেন রাজ্যের বহু গুণী ব্যক্তিত্ব। অনেকেই বলছেন, মেট্রো কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের পর রবিবার পরীক্ষার দিন ছাত্র-ছাত্রীদের যথেষ্ট সুবিধাই হবে। কেউ কেউ আবার বলছেন, অন্যান্য সময়ে উৎসবের কথা মাথায় রেখে বিশেষ পরিষেবা চালু করত মেট্রো কর্তৃপক্ষ, তবে রাজ্যের UPSC পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে এমন পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। সিংহভাগের দাবি, মেট্রোর সংখ্যা বাড়ায় এক্সাম সেন্টারে পৌঁছতে কোনওরকম সমস্যা হবে না পরীক্ষার্থীদের।
অবশ্যই পড়ুন: পুচকে UAE-র কাছে সিরিজে হার বাংলাদেশের! লজ্জার রেকর্ড গড়ল টাইগাররা
উল্লেখ্য, খুব শীঘ্রই সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা নিয়ে সুখবর পেতে পারেন যাত্রীরা। শোনা যাচ্ছে, গতমাসে কমিশনার অফ রেলওয়ে সেফটির পরিদর্শনের পর ছাড়পত্র পেয়ে গিয়েছে গ্রিন লাইন মেট্রো। মনে করা হচ্ছে, সব ঠিক থাকলে রেল বোর্ডের সবুজ সংকেতের পরই শুরু হয়ে যেতে পারে সেক্টর ফাইভ-হাওড়া ময়দান মেট্রোর যাত্রা।