সহেলি মিত্র, কলকাতা : কলকাতা মেট্রোর জন্মদিনে (Kolkata Metro Birthday) হয়ে গেল বিরাট বড় ঘোষণা। জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের মধ্যে আরও বড় সম্প্রসারণ ঘটবে কলকাতা মেট্রোর। ২০২৬ সালের শেষ নাগাদ ১৯ কিলোমিটার নতুন রুট যুক্ত করা হবে। এমনটাই জানিয়েছেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র ।
মেট্রোর প্রতিষ্ঠা দিবসে বিরাট ঘোষণা
শুক্রবার এসপ্ল্যানেড স্টেশনে মেট্রো রেলওয়ের ৪১তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। আর এখান থেকে কলকাতা মেট্রো নিয়ে কী কী ভাবনা রয়েছে তা প্রকাশ করেন শুভ্রাংশু। সংবাদমাধ্যমের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন যে, কলকাতার মেট্রো নেটওয়ার্ক কয়েক বছরের মধ্যে ১৩০ কিলোমিটার বিস্তৃত হবে “ভারতে মেট্রো পরিবহনের ইতিহাসে কলকাতার একটি বিশেষ স্থান রয়েছে। আমরা ২৪শে অক্টোবর, ১৯৮৪ সালে ৩.৫ কিলোমিটার পথ দিয়ে শুরু করেছিলাম। এখন আমরা প্রায় ৭২ কিলোমিটার পথ অতিক্রম করেছি। আরও ৫৭ কিলোমিটার পথ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ২৯ কিলোমিটার পথের কাজ চলছে। এই বছর, আমরা মেট্রো নেটওয়ার্কে ১৩ কিলোমিটার পথ যোগ করেছি। ২০২৬ সালের শেষ নাগাদ, বেলেঘাটা মেট্রো স্টেশনকে বিমানবন্দরের সাথে সংযুক্ত করে আরও ১৯ কিলোমিটার পথ যোগ করা হবে,” জানিয়েছেন শুভ্রাংশু।
২০২৯ সালে মাঝেরহাটের সঙ্গে জুড়বে এসপ্ল্যানেড!
তিনি জানান, “২০২৯ সালে, মাঝেরহাটকে এসপ্ল্যানেডের সাথে এবং বিমানবন্দরকে মাইকেল নগরের সাথে সংযুক্ত করে ১০ কিলোমিটার যুক্ত করা হবে। আগামী কয়েক বছরের মধ্যে কলকাতায় প্রায় ১৩০ কিলোমিটার যুক্ত হবে।” কলকাতা মেট্রো বর্তমানে পাঁচটি করিডোর জুড়ে কাজ করে – ৩১ কিলোমিটার দীর্ঘ ব্লু লাইন (নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর), ১৬.৬ কিলোমিটার দীর্ঘ গ্রিন লাইন (সেক্টর ফাইভ-হাওড়া ময়দান), ৮ কিলোমিটার দীর্ঘ পার্পল লাইন (জোকা-মাঝেরহাট), ১০ কিলোমিটার দীর্ঘ অরেঞ্জ লাইন, এবং ৬.৭ কিলোমিটার দীর্ঘ ইয়েলো লাইন (নোয়াপাড়া-বিমানবন্দর)।
ব্লু লাইন নিয়ে বড় ভাবনা মেট্রোর
বর্তমানে নিউ গড়িয়া এবং মেট্রোপলিটনের মধ্যে ১০ কিলোমিটার পর্যন্ত কাজ করছে, চিংড়িঘাটা ক্রসিংয়ে কোনও স্থানের অভাবে করিডোরটি ২০২৫ সালের জুনে সেক্টর ফাইভ অবধি পৌঁছানোর লক্ষ্যমাত্রা সম্ভব হয়নি। জিএম বলেন, ৩৬৬ মিটারের ব্যবধান পূরণ করা হবে, নভেম্বরের মাঝামাঝি সময়ে দুই সপ্তাহান্তের মধ্যে চিংড়িঘাটা ক্রসিংয়ের উপরে গার্ডার-লঞ্চিং নির্ধারিত হবে। চিংড়িঘাটা অংশের কাজ শেষ হওয়ার সাথে সাথে এবং ব্লু লাইনের কবি সুভাষ টার্মিনাল পুনরায় চালু হবে।
শুভ্রাংশু মিশ্র বলেন, প্ল্যাটফর্ম সাপোর্টিং পিয়ারে ফাটলের কারণে ২৮ জুলাই থেকে বন্ধ থাকা কবি সুভাষ স্টেশনটি আগামী আট মাসের মধ্যে পুনর্নির্মাণ করা হবে। চলতি বছরের শুরুতে, ২২শে আগস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩ কিলোমিটার মেট্রো লাইন উদ্বোধন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল ভারতের প্রথম আন্ডারওয়াটার মেট্রো।












