পুজোর মধ্যে বাড়বে সফরের খরচ! স্মার্টকার্ড নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা মেট্রোর

Published on:

kolkata metro smart card

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রোর মুকুটে একের পর এক নয়া পালক জুড়েই চলেছে। ট্রেন, বাসের পাশাপাশি এখন বহু মানুষের জীবনের সঙ্গে জড়িয়ে পড়েছে মেট্রো রেল। সবথেকে বড় কথা, দেশের মধ্যে প্রথম আন্ডারওয়াটার মেট্রো পেয়েছে কলকাতা শহর ও হাওড়া। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই যুগান্তকারী রুট মানুষ হয়তো কখনোই ভুলবেন না। এদিকে সামনেই রয়েছে দুর্গাপুজো। কিন্তু এই দুর্গাপুজোর সময় আচমকা সকলকে জোরদার ধাক্কা দিল কলকাতা মেট্রো। আর এই ধাক্কা দেওয়া হয়েছে মেট্রো কার্ড নিয়ে। আপনিও কি নিত্যদিন মেট্রোতে করে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল জরুরী খবর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মেট্রো যাত্রীদের জন্য খারাপ খবর

অফিসা যাত্রী সহ এমন বহু মানুষ রয়েছেন যাদের জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে মেট্রো ব্যবস্থা। অনেকেই আছেন যারা মেট্রো ছাড়া দু’দন্ড চলার কথা ভাবতেও পারেন না। কিন্তু এবার এই মেট্রো ব্যবস্থায় এমন এক পরিবর্তন আনা হল যার পরে সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসতে শুরু করেছেন। এখন আপনি নিশ্চয় ভাবছেন যে কোন ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে? তাহলে জানিয়ে রাখি, কলকাতা মেট্রো মেট্রো স্মার্ট কার্ডের ক্ষেত্রে একটি বিরাট রকমের পরিবর্তন ঘটিয়েছে। আর এই পরিবর্তন দেখে রাগে ফুঁসছেন সকলে। আসলে মেট্রোর স্মার্ট কার্ড রিচার্জ-এর ক্ষেত্রে ছাড়ের মাত্রা আরো খানিকটা কমিয়ে দেওয়া হল।

আরও কমল ছাড়

কলকাতা মেট্রো সূত্রে খবর, মেট্রোর স্মার্ট কার্ডের রিচার্জের ক্ষেত্রে ছাড়ের মাত্রা ১০ শতাংশ থেকে কমিয়ে এবার ৫ শতাংশে নামিয়ে আনা হল। কোনওরকম বিজ্ঞপ্তি জারি না করেই গত বৃহস্পতিবার থেকে এই নতুন নিয়ম কার্যকর করল কলকাতা মেট্রো। যারা নিত্য মেট্রো যাত্রী তারা জানবেন, আগে এই স্মার্ট কার্ডে ৫০০ টাকার রিচার্জ করলে ১৮০ টাকা অবধি অতিরিক্ত ভ্রমণের সুবিধা পেতেন যাত্রীরা। কিন্তু যত সময়ে এগিয়েছে ততই এই ছাড়ের মাত্রা ১০০ টাকা তারপরে ১০ টাকায় নামিয়ে আনা হয়। এবার এই ১০ টাকা থেকে ৫ টাকায় নামিয়ে আনা হলো।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group