বিক্রম ব্যানার্জী, কলকাতা: মেট্রো যাত্রীদের জন্য দুঃখের খবর! ফের বন্ধ থাকবে মেট্রো (Kolkata Metro) চলাচল। কোথায়? কোন রুটে? বেশ কয়েকটি রিপোর্ট ও কলকাতা মেট্রো সূত্রে খবর, আগামী রবিবার ইস্ট ওয়েস্ট মেট্রোর গ্রীনলাইন 2-এর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এই রুটে রবিবার কোনও ট্রেন চলবে না।
কেন বন্ধ করা হচ্ছে মেট্রো পরিষেবা?
বৃহস্পতিবার কলকাতা মেট্রোর তরফে একটি বিবৃতি জারি করে জানানো হয়েছে, আগামী রবিবার দিন ভোরে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটের ওই অংশে মেট্রোলাইন রক্ষণাবেক্ষণ সহ বেশ কিছু প্রয়োজনীয় কাজ চলবে। মূলত গ্রিন লাইন মেরামতির কারণেই রবিবার দিন মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ থাকছে।
যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই বড় পদক্ষেপ
সাম্প্রতিক সময়ে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই বারংবার কলকাতা মেট্রোর বিভিন্ন অংশের পর্যবেক্ষণ জারি দেখেছেন মেট্রোর শীর্ষ কর্তারা। বর্তমানে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ মেট্রো পথের সুড়ঙ্গ, ট্রেন লাইন সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় খতিয়ে দেখছেন মেট্রো আধিকারিক থেকে শুরু করে অন্যান্য ইঞ্জিনিয়াররা।
জানা যাচ্ছে, বড়সড় দুর্ঘটনায় এড়াতে ও যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কলকাতা মেট্রোর বিভিন্ন অংশ খতিয়ে দেখছেন কমিশনার অফ রেলওয়ে সেফটির আধিকারিক সহ অন্যান্য সদস্যরা। আর সেই কারণেই, আগামী রবিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে চলবে মেরামতির কাজ।
অবশ্যই পড়ুন: ইংলিশ প্রিমিয়ার লিগের দুই শক্তিশালী দলের বিরুদ্ধে খেলবে মোহনবাগান, তালিকায় কারা?
উল্লেখ্য, ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রায়াল রান নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। বিশেষজ্ঞদের মতে, সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে।