৩১ লক্ষ টোকেন চুরি! ক্ষতি সামলাতে টিকিটে নয়া পন্থা অবলম্বন কলকাতা মেট্রোর

Published on:

kolkata metro token system

শ্বেতা মিত্র, কলকাতাঃ নতুন ধরণের সমস্যার সম্মুখীন কলকাতা মেট্রো (Kolkata Metro) কর্তৃপক্ষ। উঠেছে টোকেন চুরি যাওয়ার অভিযোগ। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, টোকেন চুরির ফলে মেট্রোর রাজকোষে টান পড়তে শুরু করেছে। যার ফলে বিকল্প উপায় ইতিমধ্যে ভাবতে শুরু করেছেন মেট্রো রেলের আধিকারিকরা। টোকেন চুরি যাওয়ার ফলে কয়েক লক্ষ টাকা ক্ষতি হওয়ার অভিযোগ উঠেছে।

চুরি হয়ে যাচ্ছে মেট্রোর টোকেন!

WhatsApp Community Join Now

সময়ের সঙ্গে কলকাতায় মেট্রো ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। নন এসি রেক সরিয়ে নিয়ে আসা হয়েছে পূর্ণ বাতানুকূল রেক। তৈরি করা হচ্ছে নতুন নতুন স্টেশন। পুরো কলকাতা জুড়েই ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে মেট্রো রেলের লাইন। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ব্যবস্থাপনা এখন অনেকটাই আধুনিক। তবু কিছু যাত্রীর কারণে মেট্রো রেলের আধিকারিকদের কপালে এখন চিন্তার ভাঁজ পড়তে শুরু করেছে।

খবরে প্রকাশ, গত ১৪ বছরে প্রায় ৫৩ লক্ষের বেশি টোকেন তৈরি করা হয়েছে। যার মধ্যে ৩১ লক্ষ টোকেন আর পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ। মেট্রোর এই টোকেন তৈরি করতে বেশ ভালই খরচ হয়। এক একটি টোকেন তৈরি করতে আনুমানিক ৪৫ টাকা খরচ হয়। সেই হিসেবে যদি ৩৫ লক্ষ টোকেন খোয়া যায়, তাহলে লোকসানের পরিমাণ কতো হচ্ছে সেটা ভেবে দেখার মতো বিষয় বটে।

প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

কলকাতা মেট্রো থেকে আগামী দিনে টোকেন ব্যবস্থা উঠে যাবে কি না সেটা এখন বলা যাচ্ছে না। তবে এই টোকেনের বিকল্প ইতিমধ্যে কার্যকর করা হয়েছে। টোকেনের বদলে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে ব্যবহার করা হচ্ছে কাগজের টিকিট। কাগজের টিকিটের ওপর রয়েছে কিউ আর কোড। মেট্রো রেল স্টেশনে প্রবেশ করার জন্য বৈদ্যুতিক গেটের বিশেষ অংশে ঠেকাতে হবে কিউ আর কোড যুক্ত অংশ। আর বেরনোর সময় দরজার একটি বিশেষ অংশ ধরতে হবে টিকিটের ওই দিকটা।

যাত্রীরা এতো দিন টোকেন ব্যবহার করে অভ্যস্ত। টোকেনের বদলে হাতে আচমকা কাগজের টিকিট পেয়ে অনেকেই বিস্মিত হয়েছেন। কীভাবে ব্যবহার করতে হবে সেটাই অনেকে বুঝতে পারছেন না। এদিকে রেল আধিকারিকরা বুঝতে পারছেন না টোকেন চুরি হয়েছে কীভাবে। তাও আবার একটা দু’টো নয়, লক্ষ লক্ষ টোকেন চুরির অভিযোগ। সব মিলিয়ে পাতাল রেলে এখন জটিল ধাঁধা।

সঙ্গে থাকুন ➥
X