যাত্রীদের জন্য দুঃসংবাদ! দু দিন বন্ধ মেট্রো পরিষেবা, দেখুন কোন রুটে ও কবে

Published:

kolkata metro
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কর্মসূত্রে কলকাতা যাতায়াত হোক বা সাধারণ কোনো কারণে মেট্রোকেই ভরসা করেন যাত্রীরা। রাস্তার জ্যাম এড়িয়ে অল্প খরচে গন্তব্যে পৌঁছাতে প্রতিদিন মেট্রো ব্যবহার করেন লক্ষ লক্ষ মানুষ। ইতিমধ্যেই যাত্রী পরিষেবা আরও উন্নত করার জন্য ও শহরের প্রতিটি প্রান্তকে যুক্ত করার জন্য জোর কদমে চলছে কাজ। কিন্তু এরই মাঝে এল একটি খারাপ খবর! জানুয়ারি মাসে দু দিন বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। কোন লাইনে ও কবে? জানতে আজেকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

দুদিন বন্ধ মেট্রো পরিষেবা

আজ শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেই দু দিনে  রজনী মেট্রোর গ্রিন লাইন বন্ধ থাকার কথা জানানো হয়েছে। এখন প্রশ্ন হল কবে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা? কারণ মেট্রো না থাকলে বিকল্প যাতায়াতের মাধ্যম ভেবে রাখতে হবে আগে থেকেই। আগামী ১২ ও ১৯ তারিখ। অবশ্য যাত্রীদের অসুবিধা যাতে কম হয় তার জন্য কাজের দিনে নয় বরং রবিবারে মেট্রো চালানো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেন বন্ধ থাকবে মেট্রো?

মূলত ইন্টারলকিংয়ের কাজের জন্যই পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানা যাচ্ছে। রেক চালানোর সময় কমিউনিকেশন বেসড কন্ট্রোল বউ CBTS এর সফটওয়্যার থেকে হার্ডওয়্যার এর পরীক্ষামূলক প্রয়োগ চালু করা হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তাই দু দিনের জন্য সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুট অর্থাৎ গ্রিন লাইনে পরিষেবা বন্ধ রাখা হবে। রবিবার হওয়ার কারণে সল্টলেকের যাত্রীদের চাপের পরিমাণ অনেকটাই কম থাকবে। তাই এই দিনগুলিকে বেছে নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বউবাজার মেট্রো নিয়ে সুখবর মিলেছে। বউবাজার অংশের লাইন পাতা ও সিঙ্গন্যালিংয়ের কাজ হয়েছে বলে জানানো হয়েছে। এবার এখানে জিও ফিজিক্যাল টেমোগ্রাফিক সার্ভের কাজ শুরু হয়েছে। তাই আশা করা হচ্ছে আগামী মার্চের মধ্যেই চেকিংয়ের কাজ শেষ হলে মে বা জুন মাস নাগাদ লাইন চালু করা হতে পারে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join