চতুর্থি থেকে ত্রয়োদশী পর্যন্ত ভোর অবধি পরিষেবা, ঘোষণা হলে প্রথম এবং শেষ মেট্রোর টাইমিং

Published on:

kolkata metro in durga puja

শ্বেতা মিত্র, কলকাতাঃ দুর্গাপুজো শুরু হতে আর মাত্র আটটা দিন বাকি। ইতিমধ্যে জায়গায় জায়গায় সকলের প্রস্তুতি তুঙ্গে রয়েছে। অন্যদিকে শেষ মুহূর্তের শপিংও সেরে নিতে ব্যস্ত শহর থেকে শুরু করে জেলার মানুষজন। যদিও এবার দুর্গাপুজোর সময় যাতে সাধারণ মানুষের যাতায়াত করতে কোনওরকম অসুবিধা না হয় তার জন্য বড় রকমের সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো, হ্যাঁ ঠিকই শুনেছেন। পুজোর সময় আপনারও যদি রাত জেগে ঠাকুর দেখার পরিকল্পনা হয়ে থাকে তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

পুজোর সময় বড় চমক কলকাতা মেট্রোর

দুর্গাপুজো মানেই হল একের পর এক প্যান্ডেল হপিং, উত্তর থেকে দক্ষিণ ঠাকুর দেখা, খাওয়া-দাওয়া, দেদার আড্ডা ও কত কী। আর দুর্গাপুজোর সময় রাত জেগে ঠাকুর দেখা হবে না সেটা তো হতেই পারে না। কিন্তু অনেক সময় দেখা জায়গা রাস্তায় গাড়ি-ঘোড়া থেকে শুরু করে মেট্রো অবধি মেলে না। ফলে অনেকেরই শেষ মুহূর্তে প্ল্যান বাতিল করতে হয়। তবে এবছর আর সেই সমস্যার সম্মুখীন হতে হবে না। কারণ পুজোয় রাত জেগে যাতে প্রতিমা দর্শনে কোনওরকম সমস্যা না হয় সে যেন সপ্তমী অষ্টমী ও নবমী ভোররাত অবধি মিলবে মেট্রো। হ্যাঁ ঠিকই শুনেছেন।

ভোর অবধি মিলবে মেট্রো

কলকাতা মেট্রো তরফে ঘোষণা করা হয়েছে, সপ্তমী অষ্টমী ও নবমীর সারারাত পরিষেবা দেওয়া হবে। ব্লু লাইন অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এই পরিষেবা মিলবে ম অন্যদিকে মাঝরাতে পরিষেবা মিলবে গ্রীন লাইনের সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত অংশে। এর পাশাপাশি রাত পৌনে দুটো পর্যন্ত ট্রেন চলবে গ্রীন লাইন টু অর্থাৎ এসপ্ল্যানড-হাওড়া রুটে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

ব্লু লাইনে অর্থাৎ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর অবধি আগামী সপ্তমী, অষ্টমী ও নবমীতে দুপুর ১টা থেকে ভোর ৪টে অবধি মিলবে মেট্রো। সেক্টর ফাইভ থেকে শিয়ালদা রুটে চতুর্থ থেকে ষষ্ঠী অবধি প্রথম মেট্রো সকাল ৬:৫৫ মিনিটে মিলবে এবং শেষ মেট্রো মিলবে ৯:৪০ মিনিটে। এরপর সপ্তমী, অষ্টমী ও নবমীতে দুপুর একটা থেকে রাত ১১:৩০টায় ২০ মিনিট অন্তর মিলবে পরিসেবা। এরপর দশমীতে দুপুর দুটো থেকে রাত ৯:৪০ অবধি ২০ মিনিট অন্তর মিলবে মেট্রো পরিষেবা।

এসপ্ল্যানেড টু হাওড়া অবধি মেট্রো পরিষেবা

কলকাতা মেট্রো তরফে জানানো হয়েছে স্পেনের থেকে হাওড়া ময়দান রোডে চতুর্থ থেকে অব্দি প্রথম ট্রেন সকাল ৭ টায়, শেষ মেট্রো রাত ৯:৪৫ মিনিটে মিলবে। এরপর সপ্তমী অষ্টমী এবং নবমীতে দুপুর ১:৩০ থেকে রাত ১:৪৫ অবধি প্রতি ১২ থেকে ১৫ মিনিট অন্তর চলবে ট্রেন। এরপর দশমীতে দুপুর দুটো থেকে রাত ১১:৪৫ অবধি ১৫ মিনিট অন্তর চলবে মেট্রো পরিষেবা।

জোকা থেকে মাঝেরহাট মেট্রো

এবার আসা যাক জোকা থেকে মাঝেরহাট রুট প্রসঙ্গে। জানা গিয়েছে, চতুর্থী ষষ্ঠী অবধি প্রথম ট্রেন সকাল ৮:৩০ মিনিটে চলবে এবং শেষ ট্রেন দুপুর ৩:৪৫ পর্যন্ত মিলবে। এরপর সপ্তমী অষ্টমী নবমী এবং দশমীতে কোনো রকম মেট্রো চলবে না। প্রথম ট্রেন সকাল আটটায় চলবে এবং শেষ ট্রেন রাত আটটায় মিলবে। এই রুটে সপ্তমী, অষ্টমী নবমী ও দশমীতে কোনওরকম ট্রেন চলবে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group