জুড়ছে আরও ৪০ কিমি লাইন, কবে? বড় সুখবর দিল কলকাতা মেট্রো

Published on:

kolkata airport metro india hood

শ্বেতা মিত্র, কলকাতাঃ  যত সময় এগোচ্ছে ততই কলকাতা মেট্রোর (Kolkata Metro) মুকুটে একের পর এক নয়া পালক জুড়ছে। বর্তমান সময়ে, লোকাল ট্রেন, বাসের পাশাপাশি বহু মানুষের অন্যতম পছন্দ হয়ে উঠেছে মেট্রো ব্যবস্থা। এদিকে কলকাতা মেট্রোও সকলের ইচ্ছার মান রেখে একের পর এক রুটে মেট্রো পরিষেবা শুরু করছে। আগে যেখানে মাত্র একটি রুটে মেট্রো চলত সেখানে  এখন কলকাতা শহরের জায়গায় জায়গায় মেট্রো ছুটছে। এমনকি হাওড়া অবধি এই মেট্রো পরিষেবা পেয়েছে। সেটাও আবার আন্ডারওয়াটার। এসবের মাঝে আগামী ২০২৭ সালের মধ্যে কলকাতায় মেট্রো পরিষেবার চেহারাই বদলে দেওয়া হবে বলে ইঙ্গিত মিলল। হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনিও কি রোজ মেট্রোতে যাতায়াত করেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।

কলকাতা মেট্রো নিয়ে বড় খবর

WhatsApp Community Join Now

মেট্রো রেলের দাবি, ২০২৫ সালের মধ্যে ৯০ কিলোমিটার এবং ২০২৭ সালের মধ্যে আরও ৪০ কিলোমিটার নেটওয়ার্ক থাকবে শহরে। আপাতত শহরবাসী দুটি মেট্রো রুটের জন্য অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। এক হল এসপ্ল্যানড-শিয়ালদহ ও নিউ গড়িয়া থেকে বিমানবন্দর অবধি মেট্রো পরিষেবা। এদিকে ২.৫ এসপ্ল্যানেড-শিয়ালদহ সেকশনের কাজ শেষ করে ইস্ট-ওয়েস্ট মেট্রো কবে পুরো ১৬ কিলোমিটার চলবে তা জানাতে পারেনি কর্তৃপক্ষ৷

শুক্রবার মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি বিভিন্ন মেট্রো রুটের পরিদর্শনে আসেন। এরপর তিনি জানিয়েছেন, ‘২০২৫ সালের মধ্যে কলকাতা মেট্রোর নেটওয়ার্ক ৯০ কিলোমিটারের গণ্ডি পেরিয়ে যাবে। আর ২০২৭ সালের মধ্যে সেটা আরও বেড়ে ১৩০ কিমিকে পৌঁছে যাবে।’ ফলে আগামী দিনে কলকাতার জন্য নতুন এক মাইলফলক তা বলাই বাহুল্য।

২০২৫ সালের মধ্যে নিউ গড়িয়া-নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো

নিউ গড়িয়া-নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো পরিষেবা শুরু হওয়া নিয়ে বড় দাবি করা হয়েছে যা শুনলে আপনিও চমকে উঠবেন। আসলে কলকাতা মেট্রোর ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে সপ্তাহব্যাপী যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই প্রসঙ্গে কলকাতার মেট্রো ভবনে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেই সাংবাদিক বৈঠক থেকে মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার জানান, ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নিউ গড়িয়া এবং নোয়াপাড়া দু’দিক থেকেই এয়ারপোর্টকে যুক্ত করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অর্থাৎ সামনের বছরের মধ্যে একটা মেট্রোতেই নিউ গড়িয়া বা নোয়াপাড়া থেকে সোজা এয়ারপোর্ট অবধি যাওয়া সম্ভব হবে।

সঙ্গে থাকুন ➥
X