অবশেষে প্রকাশ্যে এল নোয়াপাড়া টু এয়ারপোর্ট মেট্রো চালুর দিনক্ষণ

Published on:

kolkata metro

শ্বেতা মিত্র, কলকাতাঃ অপেক্ষার অবসান, নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর (Noapara To Airport Metro) অবধি কবে থেকে মেট্রো ছুটবে সে বিষয়ে জানা গেল দিনক্ষণ। হ্যাঁ ঠিকই শুনেছেন। ইতিমধ্যেই গঙ্গার নিচে দিয়ে মেট্রো ছুটিয়ে গোটা ভারতে রেকর্ড গড়েছে কলকাতা মেট্রো। তবে এখানেই শেষ নয়, এবার নতুন করে আরও এক রেকর্ড গড়ার দোরগোড়ায় দাঁড়িয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জল্পনা ছিলই যে ২০২৫ সাল থেকে নতুন মেট্রো পরিষেবা পাবেন শহরবাসী। এবার সেই খবরেই শেষমেষ পড়লো শিলমোহর। জানা গেল কবে নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর অবধি ছুটবে মেট্রো। আপনিও কি সেটাই জানতে ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কলকাতা বিমানবন্দরের সঙ্গে প্রথম মেট্রো সংযোগটি ডিসেম্বরেই শুরু হবে। যদিও এটা হবে পরীক্ষামূলক রান। অর্থাৎ নোয়াপাড়া এবং জয় হিন্দ, ৭ কিলোমিটার অবধি প্রসারিত জায়গায় শুরু হবে মেট্রো পরিষেবা। তবে সাধারণের জন্য এই রুট খুলে দেওয়া হবে ২০২৫ সালের মার্চ মাসে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই সংযোগটি হলুদ লাইনের প্রথম পর্যায়ের অংশ, যা শেষ পর্যন্ত বারাসত থেকে কলকাতা পর্যন্ত প্রসারিত হবে।

২০২৫ সালেই ছুটবে বিমানবন্দর অবধি মেট্রো

এক রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবার বিমানবন্দর মেট্রো নিয়ে একটি বৈঠকের সময়, মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি নিশ্চিত করেছেন যে নতুন বিমানবন্দর সংযোগ মার্চ মাসে শুরু হবে। দমদম ক্যান্টনমেন্ট থেকে জয় হিন্দ পর্যন্ত ৪ কিলোমিটার অংশে ট্রায়াল রানের জন্য তাঁরা প্রস্তুত বলে আধিকারিকরা তাঁকে আশ্বস্ত করেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

৩ কিলোমিটার নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট লাইনটি গত বছর সফলভাবে পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন করেছে এবং কমিশন অফ রেলওয়ে সেফটি (সিআরএস) থেকে বাণিজ্যিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অনুমোদন পেয়েছে। বিমানবন্দরে প্রথম পর্যায়ের সম্প্রসারণ প্রকল্পে অতিরিক্ত ৪ কিলোমিটার যুক্ত হবে।

কী বলছে কলকাতা মেট্রো?

মেট্রোর এক মুখপাত্র সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, আধিকারিকরা জিএমকে হলুদ লাইনের সিভিল, বৈদ্যুতিক এবং সিগন্যালিং কাজের বর্তমান অবস্থা সম্পর্কে অবহিত করেছেন। চিফ ইঞ্জিনিয়ার দেবিন্দর কুমার নিশ্চিত করেছেন যে ট্রায়াল শুরুর আগে প্রায় ২৫০টি ফায়ার ডোর স্থাপন করা হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group