ডেঙ্গি, ম্যালেরিয়ার জন্য বিপজ্জনক ৬৮ ওয়ার্ড! ঘোষণা কলকাতা পুরসভার, দেখুন তালিকা

Published on:

Kolkata Municipality

প্রীতি পোদ্দার, কলকাতা: কলকাতায় একাধিক সমস্যার মধ্যে সবচেয়ে জটিল সমস্যা হল ডেঙ্গু এবং ম্যালেরিয়া মত রোগ। দিনে দিনে এর প্রকোপ এতটাই বাড়ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রীতিমত কালঘাম ছুটছে বিভিন্ন পুরসভার (Kolkata Municipality)। একটু বৃষ্টির প্রকোপ বাড়তেই এবং তাপমাত্রা সামান্য কমতেই যেন ঝাঁকিয়ে বাড়তে থাকে মশার দাপট। যার ফলে ডেঙ্গু ম্যালেরিয়ার মত রোগী প্রাদুর্ভাব বারে। আর এই আবহে কলকাতা পুরসভা ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ আটকাতে তৎপর হয়ে উঠেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিপজ্জনক ওয়ার্ডের তালিকা প্রকাশ

সম্প্রতি কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ একটি পরিসংখ্যান প্রকাশ করেছে যেখানে দেখা গিয়েছে কলকাতার অন্তর্গত একাধিক ওয়ার্ডে ডেঙ্গু ম্যালেরিয়ার দাপট দিনের পর দিন বেড়েই চলেছে। এবার সেই সকল ওয়ার্ডগুলিকে চিহ্নিত করা হল। কলকাতা পুরসভার অন্তর্গত যে সকল ওয়ার্ডে ডেঙ্গু ম্যালেরিয়া হিসেবে ‘বিপজ্জনক’ ওয়ার্ড হিসাবে চিহ্নিত করা হয়েছে। সেগুলি হল – ২, ৪, ১৪, ২৬, ৭, ৩১, ৩৩, ৩৬, ৪৮, ৫৫, ৫৭, ৫৯, ৬১, ৬২, ৬৫, ৬৯, ৭৭, ৭৯, ৮১, ৮২, ৮৫, ৮৬, ৮৮, ১০৩, ১০৫, ১১০, ১১২, ১১৫, ১১৭, ১১৮, ১২১, ১২২, ১২৪, ১২৬, ১২৭, ১২৯, ১৩১, ১৪৪। সব মিলিয়ে মোট ৬৮ টি ওয়ার্ডকে বিপদজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমনকি নবান্নের তরফে এই ৬৮ টি ওয়ার্ডকে বিশেষ নজর দেওয়ার ওপর জোর দিতে বলা হয়েছে।

চলতি মাসের শুরুতে নবান্নে এই ডেঙ্গু ম্যালেরিয়া সম্পূর্ণ নির্মূল করতে ইতিমধ্যেই মুখ্যসচিবের সঙ্গে একটি বৈঠক হয়। সেখানে শহরের পরিচ্ছন্নতা, জল জমার মত অবস্থা এবং চিকিৎসা ব্যবস্থাপনা ইত্যাদি নানা বিষয়ে কথা হয়। সেই বৈঠকে দুই ভাগে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সর্বস্তরের আধিকারিকদের। এবং প্রতিটি পুরসভা, পঞ্চায়েত এলাকা ধরে ধরে পরিচ্ছন্নতা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয় সংশ্লিষ্ট প্রশাসনগুলিকে। যাতে যথ অপরিচ্ছন্নতা নজরে না আসে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী বলছেন ডেপুটি মেয়র?

এই প্রসঙ্গে ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছেন, “ প্রতি বছর ভারতে ডেঙ্গির সংখ্যা বেড়েই চলেছে। ২০২৩ সালের তুলনায় ২৪-এ ডেঙ্গি বেড়েছে গোটা বিশ্বে। চিন, অস্ট্রেলিয়া-সহ একাধিক দেশে ডেঙ্গির বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। তাই আমাদের রাজ্যে কলকাতার ১৪৪ টি ওয়ার্ডের মর্নিং ডাটা কালেক্টর আমরা প্রথম শুরু করেছি। আর সেখানেই দেখা যাচ্ছে ১৩৯২৬ জন আক্রান্ত হয়েছে। এবং তার আগের বছর প্রায় ৯০% ডেঙ্গি আক্রান্ত হয়েছে। তাই সতর্কতা অবলম্বন করতে হবে।” নবান্ন সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠক করা হয়েছে।

আরও পড়ুনঃ এক ধাক্কায় সাংসদদের বেতন বাড়ল ২৪০০০, সঙ্গে পেনশনও! ঘোষণা কেন্দ্রের

এদিন ডেপুটি মেয়র অতীন ঘোষ আরও জানিয়েছেন যে ৪৫৫, ৪৫৬ ধারায় পুরসভার কাছে অধিকার আছে যদি কোনও বাড়ি বন্ধ অবস্থায় থাকে তাহলে নিয়ম অনুযায়ী বাড়ির তালা ভেঙে পরিষ্কার করার কাজ করতে হবে। এ ক্ষেত্রে অনেক সময় পুলিশ কাজ করে না। তাই এবার পুলিশ কমিশনারকেও এই বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group