Indiahood-nabobarsho

একাধিকবার বলেও হয়নি কাজ, ‘দৃশ্য দূষণ’ রূখতে ডেডলাইন ঘোষণা করল কলকাতা পুরসভা

Published on:

kolkata municipality issues deadlinf for cable operators to clean hanging wires

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কর্মসূত্রে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ কলকাতায় যাতায়াত করেন। এছাড়াও বহু মানুষের বাস এই কলকাতা শহরেই। চির ব্যস্ত এই শহরে যে রাস্তা বা গলিতেই জানা কেন মাথা তুলে তাকালেই দেখা মিলবে তারের জঙ্গল। ইলেকট্রিক খুঁটির মধ্যে বিদ্যুৎ, ব্রডব্যান্ড থেকেই কেবল সহ নানা ধরণের তারের যেন চক্রব্যূহ তৈরি হয়েছে। এমনকি রাস্তাতেও যেখানে সেখানে পড়ে থাকতে দেখা যাচ্ছে তার। এটা দেখতে যেমন দৃষ্টিকটূ তেমনি কোনো কারণে রিপেয়ারিং করার ক্ষেত্রেও বেশ চিন্তার বিষয় হয়ে ওঠে। এবার এই সমস্যার সমাধানে পদক্ষেপ নিচ্ছে কলকাতা পুরসভা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তারের জঞ্জাল থেকে শহরকে বাঁচাতে উদ্যোগী কলকাতা পুরসভা

জানা যাচ্ছে, শহরের ছোট থেকে এবার সমস্ত কেবল অপারেটরদের সাথে বৈঠকের আয়োজন করা হয়েছিল কলকাতা পুরসভার তরফ থেকে। সেখানেই যেখানে সেখানে তার ফেলে রাখা যাবে না বলে জানানো হয়েছে।বিদ্যুৎ ও আলো বিভাগের মেয়র পরিষদ সন্দীপরঞ্জন বক্সীর মতে, আগামী ১০ দিনের মধ্যে ওভারহেড দিয়ে কেবলের তার ফেলার কাজ শেষ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

বেঁধে দেওয়া হল সময়সীমা

পুরসভার বেঁধে দেওয়া ১০ দিনের মধ্যেই যা করার করে নিতে হবে। পরবর্তীতে আর ওভারহেড দিয়ে তার ফেলতে দেওয়া হবে না। আর যদি এরপরেও যেখানে সেখানে তার ফলেই রাখ হয় তাহলে পুলিশের তরফ থেকেই পদক্ষেপ নেওয়া হবে। যদিও এই নির্দেশ জারি হওয়ার পর থেকে এখনও পর্যন্ত কেবল অপারেটরদের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ আরও বেশি লাভ, ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল Axis Bank

এদিন মেয়র পরিষদ সন্দীপরঞ্জনবাবু জানান, গোটা শহরে যেখানে সেখানে তার পড়ে থাকার কারণে দৃশ্যদূষণ বাড়ছে। এই নিয়ে একাধিকবার বলা সত্ত্বেও সমস্যার সমাধান হ্যাঁ। তাই এবার বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপরেও যদি কেউ নির্দেশ অমান্য করেন তাহলে পুলিশ ডেকে যথাযথ ব্যবস্থা করা হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group