বিক্রম ব্যানার্জী, কলকাতা: অন্যান্য বছরের মতো এবছরও 21 জুলাই তৃণমূলের কর্মসূচি উপলক্ষ্যে ধর্মতলায় নামবে দলীয় সমর্থকদের ঢল। মূলত সেই কারণেই, ওই দিন কলকাতা শহরে যাতে কোনও রকম যানজট না হয় তা সুনিশ্চিত করতে পুলিশকে কড়া নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
শুক্রবার, আদালতের তরফে পাওয়া নির্দেশ মেনেই এবার কাজে হাত লাগিয়েছেন কলকাতা পুলিশের কর্তারা। জানা যাচ্ছে, সোমবার অর্থাৎ 21 জুলাই, তৃণমূলের কর্মসূচির দিন শহরের কোন রাস্তায়, কোন কোন বিধিনিষেধ মানতে হবে চালকদের, বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দিল কলকাতা পুলিশ।
বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ
তৃণমূল কংগ্রেসের 21 জুলাইয়ের কর্মসূচির দিন যাতে শহরের রাজপথ অবরুদ্ধ না হয় সে কথা মাথায় রেখেই এবার আদালতের নির্দেশকে সম্মান জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী সোমবার, ভোর 4টে থেকে রাত 9টা পর্যন্ত শহরের একাধিক রাস্তায় বেশ কিছু বিধি-নিষেধ মেনেই যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুসারে, শহর কলকাতার আমহার্স্ট স্ট্রিট, বিধান সরণি, জনপ্রিয় কলেজ স্ট্রিট, উত্তর থেকে দক্ষিণ অর্থাৎ ব্রাবোর্ন রোড, বিবি গাঙ্গুলি স্ট্রীট, বেন্টিঙ্ক স্ট্রিট, রাজা উডমুন্ট স্ট্রিট, স্ট্যান্ড রোড, রবীন্দ্র সরণি ও নিউ সিআইটি রোডে বিধি-নিষেধ মেনেই গড়াবে যানবাহনের চাকা।
গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রেও রয়েছে নিষেধাজ্ঞা
কলকাতা পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, 21 জুলাই শহীদ দিবস তথা তৃণমূলের কর্মসূচির দিন শহর কলকাতার বেশ কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল বলা ভাল, রাস্তায় গাড়ি পার্কিং করা যাবে না। পুলিশের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন অঞ্চল, লাভার্স লেন, ক্যাথিড্রল রোড সহ বেশ কিছু জায়গায় গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে থাকবে নিষেধাজ্ঞা।
অবশ্যই পড়ুন: দিল্লিগামী গরিব রথ এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! অল্পের জন্য রক্ষা পেলেন ৫০০ যাত্রী
প্রসঙ্গত, লালবাজারের তরফে জানানো হয়েছে, ধর্মতলায় শহীদ দিবসের মঞ্চ সংলগ্ন অঞ্চলে কোনও যানবাহন এমনকি ট্রামকেও দাঁড়াতে দেওয়া যাবে না। তবে সোমবার ভোর 3টে থেকে রাত 8টা পর্যন্ত পণ্যবাহী গাড়ির ওপর নিষেধাজ্ঞা থাকলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন রান্নার গ্যাস সিলিন্ডারবোঝাই গাড়ি, মাছ, মাংস এবং অন্যান্য দ্রব্যের গাড়িগুলিকে ছাড় দেওয়া হবে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |