Indiahood-nabobarsho

ফ্লোরিডায় কর্মরত, বড়মার পুজো দিয়ে বেড়াতে যান কাশ্মীর, আর ঘরে ফেরা হবে না বিতানের

Published on:

Pahalgam Terrorist Attack

প্রীতি পোদ্দার, কলকাতা: কাশ্মীরের পাহেলগাঁও-এ বেড়াতে গিয়ে জঙ্গি হামলার (Pahalgam Terrorist Attack) শিকার বাঙালি পরিবার। স্ত্রী এবং ছোট্ট শিশুর সামনে জঙ্গিদের হাতে প্রাণ দিতে হল বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারীকে। ঘটনার খবর পেয়েই মঙ্গলবার সেই বাঙালি পর্যটকের বাড়িতে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। এর আগে পুলওয়ামায় প্রাণ গিয়েছিল ৪০ জন জওয়ানের। তার পর এটাই জম্মু কাশ্মীরের সবচেয়ে ভয়ংকর জঙ্গি হামলা যা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জঙ্গি হামলায় নিহত বাঙালি পর্যটক!

বিতান অধিকারী কলকাতার বৈষ্ণবঘাটা রোডে থাকতেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কর্মরত ছিলেন তিনি। গত ৮ এপ্রিল আমেরিকা থেকে স্ত্রী সোহিনী ও সাড়ে তিন বছরের ছেলেকে নিয়ে দেশে ফিরেছিলেন বিতান। উদ্দেশ্য ছিল ছুটি কাটানোর। আর তখনই তাঁরা কাশ্মীরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল। কিছুদিন আগেই সপরিবারে বিতান নৈহাটির বড়মার কাছে পুজো দিয়ে এসেছিল। তারপরেই গত ১৬ এপ্রিল স্ত্রী এবং ছেলের সঙ্গে কাশ্মীরে ঘুরতে গিয়েছিলেন। আগামী বৃহস্পতিবার তাঁদের কলকাতায় ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই জঙ্গি হামলায় সবটাই শেষ হয়ে গেল।

গোটা পরিবারে শোকের ছায়া

জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার দুপুরে কাশ্মীরের পহেলগামের বৈসারণ উপত্যকায় জঙ্গিদের গুলিতে প্রথমে গুরুতর জখম হয়েছিলেন বিতান। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তবে চিকিৎসা চলাকালীন মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। এদিকে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। কথা বলতে পারছেন না। বিতানের মামাতো ভাই বারবার বলছেন যে ‘আমি কীভাবে বাঁচব?’ তারইমধ্যে এক প্রতিবেশী জানিয়েছেন, বিতানের বৃদ্ধ বাবা এবং মা’কে এখনও ছেলের মৃত্যুর সংবাদ দেওয়া হয়নি। কিন্তু সেই কথাটা কীভাবে বলবেন, তা ভেবে উঠতে পারছেন না কেউ।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শোকপ্রকাশ মমতার

এদিকে জঙ্গিদের হামলায়, অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁর স্ত্রী সোহিনী অধিকারী ও সাড়ে তিন বছরের শিশু। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিতানের স্ত্রী’র সঙ্গে ফোনে কথা বলেছেন। এবং গতকালের এই জঙ্গি হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, ‘আজ জম্মু ও কাশ্মীরে পর্যটকদের উপরে যে ভয়ংকর জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, সেই ঘটনায় হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মৃতদের মধ্যে এক ব্যক্তি বিতান অধিকারী পশ্চিমবঙ্গের ছেলে। যদিও এই শোকের মুহূর্তে সান্ত্বনা জানানোর কোনও ভাষা নেই, তাও আমি আশ্বাস দিয়েছি যে কলকাতার বাড়িতে বিতানের মরদেহ ফিরিয়ে আনার জন্য আমরা সবরকমের পদক্ষেপ করব।”

আরও পড়ুনঃ গরমেই শিয়ালদা থেকে ছুটবে AC লোকাল, রুট ও ভাড়া নিয়ে কী বলছে পূর্ব রেল?

শেষ আপডেট অনুযায়ী এই জঙ্গিহানায় এখনও পর্যন্ত ২৭ জন পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা ছাড়িয়েছে আরও বেশি। সেখানকার প্রত্যক্ষদর্শীদের দাবি মঙ্গলবার দুপুরে সশস্ত্র জঙ্গিরা সেনাবাহিনীর পোশাক পরে বৈসারণ উপত্যকায় ঢোকে এবং হঠাৎ করেই পর্যটকদের লক্ষ্য করে গুলি ছোড়ে। হোটেলে ঢুকে বেছে বেছে পর্যটকদের উপর হামলা চালায়। হতাহতদের মধ্যে বেশিরভাগই উত্তর ভারতের পর্যটক থাকলেও বাঙালি পর্যটকরাও সেখানে ছিলেন। এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তাই আজ সৌদি আরব থেকে দিল্লিতে নেমেই এই হামলার ঘটনা নিয়ে ক্যাবিনেট বৈঠকে বসেছিলেন মোদি।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group