কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা, বন্ধ থাকবে স্কুল?

Published on:

weather update school

শ্বেতা মিত্র, কলকাতা: প্রবল দুর্যোগের মুখে বাংলা (Weather Update)। জায়গায় জায়গায় জারি করা হয়েছে কালবৈশাখীর জন্য সতর্কতা। শুধু তাই নয়, কলকাতা সহ জেলায় জেলায় ঝড়-বৃষ্টির তান্ডব চলবে বলে পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এহেন অবস্থায় রীতিমতো সতর্কতা মোডে রয়েছে প্রশাসন। ইতিমধ্যেই সতর্কতা মূলক পদক্ষেপ হিসেবে শিয়ালদা ডিভিশনে চেইন দিয়ে বাঁধা হয়েছে ট্রেন। এখন প্রশ্ন উঠছে, স্কুল-কলেজও কি বন্ধ করে দেওয়া হবে? এই বিষয়ে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বন্ধ থাকবে স্কুল?

আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) কলকাতার জন্য ‘কমলা সতর্কতা’ জারি করেছে। পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় বজ্রপাত, ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সতর্কতা জারি হওয়ার পর, অনেক শিক্ষার্থী এবং অভিভাবকরা ভাবছেন যে স্কুল বন্ধ থাকবে কিনা।

এখন পর্যন্ত, স্কুল বন্ধের বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। কর্তৃপক্ষ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য কোনও নির্দেশিকা জারি করেনি। শিক্ষার্থী এবং অভিভাবকদের আপডেটের জন্য স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়ার অবস্থা আরও খারাপ হলে কিছু স্কুল অনলাইন ক্লাস বেছে নিতে পারে। গত বছর, ঘূর্ণিঝড় ডানার কারণে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পশ্চিমবঙ্গের স্কুলগুলি ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল। তবে বর্তমান আবহাওয়া পরিস্থিতির জন্য এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেমন থাকবে আবহাওয়া?

কলকাতার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের মতে, ২১-২২ মার্চ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং হুগলির মতো জেলাগুলিতে ৫০-৬০ কিলোমিটার বেগে হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। শুক্রবারও বিকেলের দিকে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। কলকাতা-সহ রাজ্যের ১৫টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

আরও পড়ুনঃ আমাদের থেকে বেশি খুশি পাকিস্তান, নেপালের মানুষ! সুখী দেশের তালিকায় কত নম্বরে ভারত?

হাওয়া অফিস জানিয়েছে, অসম, রাজস্থান এবং মধ্যপ্রদেশের উপর সক্রিয় ঘূর্ণাবর্ত রয়েছে। সেই সঙ্গে রয়েছে জোড়া অক্ষরেখার দাপট। একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত, অন্যটি ছত্তীসগঢ়ের উপর দিয়ে গিয়েছে। আগামী ২৪ মার্চ নতুন করে পশ্চিমি ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group