কলকাতা থেকে শিলিগুড়ির বাস ভাড়া ৩০০০-৫০০০ টাকা! মাথায় হাত উত্তরবঙ্গ প্রেমীদের

Published on:

kolkata siliguri bus

শ্বেতা মিত্র, কলকাতাঃ কেউ ৩০০০ তো আবার কেউ ৫০০০ টাকা খরচ করে কার্যত পাহাড়ে ঘুরতে যাচ্ছেন। না না এটা কিন্তু বিমান ভাড়া বা ট্রেন ভাড়া নয়, কথা হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি অবধি বাস পরিষেবা (Kolkata Siliguri Bus) নিয়ে। হ্যাঁ ঠিকই শুনেছেন। এখন শীতের মরসুম চলছে। আর সে কারণে অনেকেই আছেন যারা হয় সমুদ্রে ছুটছেন তো আবার কেউ পাহাড়ে যাচ্ছেন। সমুদ্র তো ঠিক আছে, কিন্তু যারা পাহাড়ে যাচ্ছেন অথচ ট্রেনের টিকিট না পেয়ে বাসের টিকিট কাটছেন অনেকেই কার্যত চমকে উঠছেন ভাড়া দেখে। সকলের মুখে একটাই কথা, এ যে আকাশছোঁয়া দাম! যাইহোক, আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

কলকাতা থেকে শিলিগুড়ির বাস ভাড়া ৩০০০-৫০০০ টাকা

WhatsApp Community Join Now

এমনিতে প্রায়শই বাস থেকে শুরু করে ট্রেন, বিমানের ভাড়া ওঠানামা করে। তবে এবারে যে ভাড়া যে তিন থেকে চারগুণ। কেউ কেউ আছেন যারা শেষ মুহূর্তে ট্রেনের টিকিট না পেয়ে এত দাম দিয়েই যাচ্ছেন তো আবার কেউ কেউ বলছেন মাথায় থাক উত্তরবঙ্গ।

জানলে অবাক হবেন, বিভিন্ন মোবাইল অ্যাপ ঘেঁটে দেখা যাচ্ছে যে, জানুয়ারি মাসের মাঝামাঝি ১,১০০ থেকে ১,৫০০ টাকা দরে টিকিট মিললেও ২২ জানুয়ারি থেকে ছুটির চার-পাঁচদিন সাড়ে তিন থেকে চার হাজার টাকা ভাড়া চড়িয়ে রাখা হয়েছে।

কারণ কী?

আসলে বিভিন্ন পরিবহণ সংস্থাগুলি জানাচ্ছে, চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়ানো হয়। এই যে নিয়ম আছে সেটাকে বলা হয় ‘ডায়ানামিক ফেয়ার’। নির্দিষ্ট সফটওয়্যারের মাধ্যমে এই ভাড়া বৃদ্ধির অঙ্ক কষা হয়। উড়ানের টিকিটে ‘ডায়নামিক ফেয়ার’ কার্যকর করা হয়ে থাকে। এখন বাসের ক্ষেত্রেও একই জিনিস হচ্ছে। যাইহোক, এহেন অবস্থায় যারা বাজেট ট্যুর করতে পছন্দ করেন তাঁদের মাথায় হাত পড়েছে এহেন টিকিটের ভাড়া দেখে। যে কারণে আপনারও যদি এই শীতে পাহাড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে সাবধান হয়ে যান।

সঙ্গে থাকুন ➥
X