শ্বেতা মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোর আগে থেকেই আর কলকাতার রাস্তায় ট্রামের (Tram) দেখা মিলছে না। যা নিয়ে বেজায় মন খারাপ কলকাতা শহরবাসীর। লন্ডন, বুদাপেস্ট, হাঙ্গেরি, পোল্যান্ডের মতো বড় দেশগুলিতে যখন ট্রাম পরিষেবা চলতে পারে সেখানে কলকাতায় কেন নয়? এই প্রশ্ন তুলে বিক্ষোভে শামিল হয়েছিলেন বহু মানুষ। এদিকে দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর পরেও ট্রাম পরিষেবা বন্ধ থাকায় কলকাতায় ট্রামপ্রেমীরা ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন। প্রাথমিকভাবে যানজট এড়াতে এই ট্রাম পরিষেবা বন্ধ থাকলেও ১৬ অক্টোবর থেকে ফের পরিষেবা শুরু হওয়ার কথা ছিলো। তবে পরিষেবা বন্ধ থাকায় আশঙ্কা তৈরি হয়েছে যে সেগুলি আদৌ চালু নাও হতে পারে। তবে অবশেষে ট্রাম পরিষেবা নিয়ে মিলল সুখবর। আজ মঙ্গলবার থেকে ফের পরিষেবা শুরু হবে বলে খবর।
ফের চাকা গড়াবে ট্রামের
যান গিয়েছে, বর্তমানে মাত্র তিনটি ট্রাম রুট চালু রয়েছে, যার মধ্যে ১৭টি ট্রাম এই রুটে চলাচল করে, টালিগঞ্জ-বালিগঞ্জ, গড়িয়াহাট-এসপ্ল্যানেড এবং শ্যামবাজার-এসপ্ল্যানেড। প্রিন্স আনোয়ার শাহ রোড মোড়ে কাজের জন্য আগস্টে টালিগঞ্জ-বালিগঞ্জ রুট সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। কাজ শেষ হলেও ১৬ অক্টোবর থেকে আশানুরূপ যাত্রা শুরু হয়নি এই রুটে। সোমবার পর্যন্ত কলকাতার রাস্তায় কোনও ট্রাম চলতে দেখা যায়নি। তবে আজ থেকে দুটি রুটে শুরু হতে চলেছে পরিষেবা। এখন আপনিও নিশ্চয়ই আপনি যে কোন কোন রুটে ট্রাম পরিষেবা শুরু হবে? জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
এই দুই রুটে ফের চলবে ট্রাম
ক্যালকাটা ট্রাম ইউজার্স অ্যাসোসিয়েশনের (সিটিইউএ) সভাপতি দেবাশিস ভট্টাচার্য ট্রাম পরিষেবা পুনরায় চালু করা নিয়ে স্পষ্টতার অভাব নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “দুর্গাপুজোর পরেও ট্রাম পরিষেবা শুরু হয়নি এবং আমরা সকলেই খুব উদ্বিগ্ন। আমরা পুলিশ ও ট্রাম কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করেছি, কিন্তু কেউই স্পষ্ট করে কিছু বলছে না। আমরা আরও তদন্ত করব এবং প্রতিবাদ আন্দোলন শুরু করার কথা বিবেচনা করব।” তবে এখন জানা যাচ্ছে, আজ মঙ্গলবার থেকে ফের ২৫ নম্বর রুট অর্থাৎ গড়িয়াহাট-ধর্মতলা আর ৫ নম্বর রুট অর্থাৎ শ্যামবাজার-ধর্মতলা চালু হচ্ছে ট্রাম ৷
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |