বদলে গেল দিন, কবে চালু হচ্ছে ধর্মতলা থেকে শিয়ালদা মেট্রো! নয়া ডেডলাইন দিল কর্তৃপক্ষ

Published on:

dharmatala sealdah metro

শ্বেতা মিত্র, কলকাতাঃ মেট্রো (Kolkata Metro) রেলের কাজে কলকাতার বউবাজারে বারংবার বিপত্তি। যার ফলে একাধিকবার থমকেছে কাজ। ধর্মতলা থেলে শিয়ালদহ মেট্রো রেল লাইনের কাজ এখনও শেষ হয়নি। কাজ কতদূর এগিয়েছে, কীভাবে কাজ চলছে ইত্যাদি খতিয়ে দেখতে টানেলে নামলেন স্বয়ং মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বউ বাজার মেট্রো নিয়ে বড় আপডেট

ধারাবাহিকভাবে মেট্রো রেলের কাজ চলছে কলকাতায়। গঙ্গার নীচ দিয়ে চালু হয়েছে পাতাল রেল পরিষেবা। ওদিকে সল্টলেক সেক্টর ফাইভেও গড়িয়েছে মেট্রো রেলের চাকা। সমস্যা দেখা দিয়েছিল ধর্মতলা থেকে শিয়ালদহের মধ্যে মেট্রো রেলের লাইন পাততে গিয়ে। বউবাজারে বারংবার সমস্যা দিয়েছে। দিন কয়েক আগেও দেখা দিয়েছিল বিপত্তি।

মাটির তলায় কাজ হওয়ার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতবাড়ি, এমনটাই অভিযোগ করে আসছেন বউবাজারের স্থানীয় বাসিন্দাদের একাংশ। সাধারণ মানুষের অসুবিধা করে কাজ চালানো সম্ভব নয়। তাই আগে সমস্যার সমাধান, তারপর কাজ। এই করতে গিয়ে কাজে দেরি। আগে মনে করা হয়েছিল পয়লা বৈশাখের মধ্যে ধর্মতলা থেকে শিয়ালদহ হয়ে সেক্টর ফাইভকে মেট্রো রেলের মাধ্যমে যুক্ত করার কাজ সম্পন্ন হবে। কাজ বারংবার থমকে যাওয়ার কারণে আগামী পয়লা বৈশাখের বদলে, সামনের বছরের পুজোর আশেপাশে কাজ শেষ হবে বলে এখন আশা করা হচ্ছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কবে চালু হবে মেট্রো পরিষেবা?

ইস্ট-ওয়েস্ট করিডরে হাওড়া-ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভের মধ্যেকার মেট্রো লাইনের দৈর্ঘ্য ১৬.৬ কিলোমিটার। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ ও হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে। বাকি রয়েছে ধর্মতলা থেকে শিয়ালদহের মধ্যেকার কাজ।

কাজ খতিয়ে দেখার জন্য শনিবার সরজমিনে উপস্থিত হয়েছিলেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছে বলে জানা গিয়েছে। কলকাতা মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেডের আধিকারকদের সঙ্গে কথা বলেছেন মেট্রো রেলওয়ের জেনারেল ম্যানেজার। শিয়ালদহ-ধর্মতলা অংশের কাজ খতিয়ে দেখেছেন। প্রকল্পের ছবি খতিয়ে দেখেছেন। কাজ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group