আট গুণ বেশি ভাড়া, যাত্রী অভাবে বন্ধ হল শিয়ালদার ফার্স্ট ক্লাস ট্রেন! প্রশ্ন AC লোকাল নিয়ে

Published on:

sealdah ladies special train

শ্বেতা মিত্র, কলকাতা: রেল যাত্রীদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। বন্ধ করে দেওয়া হল একটি ট্রেন পরিষেবা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এর জেরে ব্যাপক প্রভাব পড়বে যাত্রী পরিষেবার ওপর। আসলে যাত্রীদের লাগাতার আপত্তির জেরেই একটি ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। ঘটনাকে ঘিরের স্বাভাবিকভাবেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে।

শিয়ালদা শাখায় বন্ধ ফার্স্ট ক্লাস ট্রেন পরিষেবা

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে শিয়ালদা শাখায় আচমকা কোন ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হল? তাহলে জানিয়ে রাখি, আজ থেকে ঠিক বছরখানেক আগে চালু হওয়া লেডিস স্পেশাল ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হল। ২০২৪ সালের জানুয়ারি মাসে শুরু হয়েছিল এই ট্রেনের পথচলা। রীতিমতো ঢাকঢোল পিটিয়ে এই ট্রেন সম্পর্কে সকলকে জানানো হয়। উপকৃতও হন মহিলারা। কিন্তু এর ভাড়া বেশ অনেকটাই। অনেকবার ভাড়া কমানোর দাবি জানানো হলেও কর্ণপাত করেনি রেল বলে অভিযোগ।

এই ট্রেনে কী না ছিল। মোটা কুশন দেওয়া আরামদায়ক আসন, ভিতরের অংশে ছবি, সিসিটিভি, ইমার্জেন্সি টক ব্যাক, পিভিসি ফ্লোর ইত্যাদি নানা রকম সুযোগ সুবিধা। তবে দ্বিতীয় শ্রেণির তুলনায় ফার্স্ট ক্লাসের ভাড়াও পাঁচ থেকে সর্বোচ্চ সাড়ে আট গুণ বেশি। পূর্ব রেলের পরিসংখ্যান অনুযায়ী, শিয়ালদহ থেকে বিধাননগর চার কিলোমিটার যেতে সাধারণ শ্রেণির ভাড়া পাঁচ টাকা, সেখানে ফার্স্ট ক্লাসের ভাড়া ২৫ টাকা। শিয়ালদহ থেকে নৈহাটি যেতে দ্বিতীয় শ্রেণির ভাড়া ১০ টাকা, ফার্স্ট ক্লাসে তা ৮৫ টাকা।

আরও পড়ুনঃ তাড়িয়ে দিয়েছিল KKR! নিলামেও নেয়নি কেউ! হায়দরাবাদকে গুঁড়িয়ে উপেক্ষার জবাব দিলেন শার্দুল

ভাড়া শুনলে আঁতকে উঠবেন

মান্থলি কিংবা সিজন টিকিটের দাম সম্পর্কে শুনলে তো চমকে উঠবেন। দ্বিতীয় শ্রেণিতে শিয়ালদহ-সোদপুর ১০০ টাকা মান্থলি অথচ ফার্স্ট ক্লাসে সিজন টিকিট ৫০৫ টাকা। শিয়ালদহ-রানাঘাট সেকেন্ড ক্লাসে মান্থলি ৩৫৫ টাকা, ফার্স্ট ক্লাসে সে ভাড়া ১২৭০ টাকা। এই বিষয়ে যুক্তি দিয়েছেন পূর্ব রেলের এক আধিকারিক। তিনি বলেন, ধুমধাম করে মাতৃভূমি লোকালে ফার্স্ট ক্লাস চালু করা হয়। কিন্তু যাত্রীদের মধ্যে তেমন সাড়া মেলেনি। সাধারণ ভাড়ার তুলনায় কয়েকগুণ বাড়তি টাকা দিয়ে লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরায় যাত্রা করতে বিশেষ আগ্রহী নন যাত্রীরা। যাত্রী হচ্ছিল না একদমই। এরপরেই  ফার্স্ট ক্লাস তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ কন্যাশ্রী পেয়েই স্কুলছুট? মালদার ১৫ ব্লকে অনুপস্থিত প্রায় ৯০০০ ছাত্রী! চিন্তায় সরকার

এখন প্রশ্ন উঠছে যে, আগামী দিনে শিয়ালদা শাখায় AC লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। ওই ট্রেনের ভাড়াও সাধারণ ট্রেনের থেকে অনেক গুণ বেশি হবে। তাহলে কী যাত্রী আগামী দিনে ওই ট্রেনও বন্ধ হয়ে যাবে?

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥