কলকাতা পুলিশের গাড়িতে আর থাকছে না ‘KP’ লোগো, কড়া নির্দেশিকা লালবাজারের

Published on:

lalbazaar issues notice no kp in police vehicles from now on

পার্থ সারথি মান্না, কলকাতাঃ কলকাতার রাস্তাঘাটে হোক বা পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায় কোনো গাড়ি বা জিপে ‘KP’ লেখা থাকলেই যে কেউ বুঝে যায় যে সেটা কলকাতা পুলিশের (Kolkata Police) গাড়ি। তবে এবার থেকে আর ‘KP’ লেখা যাবে না। কিন্তু হটাৎ কেন এমন সিদ্ধান্ত? আর KP এর বদলেই বা কি লেখা হবে? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গাড়িতে আর লেখা যাবে না KP!

সম্প্রতি লালবাজারের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে, পুলিশকে কোনো গাড়িতেই KP লেখা যাবে না। বরং ‘Kolkata Police’ লিখতে হবে। অতিরিক্ত পুলিশ কমিশনার থেকে শুরু করে ওসি সকলকেই এই নির্দেশিকা সম্পর্কে অবগত করা হয়েছে।

হটাৎ কেন এমন সিদ্ধান্ত?

এখন অনেকেই ভাবছেন কেন KP এর বদলে Kolkata Police লেখার সিদ্ধান্ত নেওয়া হল? উত্তরে জানা যাচ্ছে, লালবাজারের তরফ থেকেই একসময় অনেক গাড়ি ভাড়া নেওয়া হয়েছিল যেগুলোতে KP স্টিকার লাগানো হয়েছিল। কিন্তু ভাড়ার চুক্তি বাতিল হয়ে গেলেও সেই সমস্ত গাড়ি থেকে KP স্টিকার সরানো হয়নি। আর এটার জোরেই দিব্যি ট্রাফিক আইন লঙ্ঘন করছে গাড়ির চালকেরা। এমনকি অনৈতিক কাজেও KP স্টিকার লাগানো গাড়ি ব্যবহার হয়েছে বলে অভিযোগ। মিলেছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতেই সিদ্ধান্ত নেওয়া হয় এবার থেকে পুলিশ বাহিনীর গাড়িতে সম্পূর্ণ ‘Kolkata Police’ কথাটি লিখতে হবে। এতে একদিকে যেমন পুরোনো গাড়ি ট্রাফিক আইন ভাঙলেই ধরা পড়বে তেমনি পুলিশেরও বাহিনীর গাড়ি চেনা সহজ হবে। এমনকি নাক চেকিং করে আগামী দিনে চেকিং করা হবে বলেও জানা যাচ্ছে।

KP স্টিকার লাগানো গাড়ি নিয়েই অনৈতিক কাজকর্ম

লালবাজারের তরফ থেকে জানানো হয়েছে, ইকবালপুর, ওয়াটগঞ্জের মত এলাকায় কেপি স্টিকার লাগানো গাড়ি নিয়ে অনৈতিক কাজকর্মের অভিযোগ এসেছে। এমনকি ওই ধরণের গাড়িতে সিবিআই পরিচয় দিয়ে কোপমারির ঘটনাও ঘটেছে বলে জানা যাচ্ছে। তাই এই ধরণের অপরাধ আটকাতে নয়া সিদ্ধান্ত নিয়েছে লালবাজার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group