আরজি কর-কাণ্ডে এবার নয়া মোড়। এবার লালবাজারের তরফ থেকে ডাক পেলেন বিজেপির হেভিওয়েট নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এমনিতে ‘তিলোত্তমা’-কাণ্ডে ফুঁসছে বাংলা সহ সমগ্র দেশ। গোটা দেশ রীতিমতো আরজি করের ঘটনায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। দফায় দফায় এই উত্তেজনার মাত্রা আরও বাড়ছে রীতিমতো। কিন্তু এবার এই ঘটনাতেই বিপাকে লকেট চট্টোপাধ্যায়।
লালবাজার থেকে তলব লকেট চট্টোপাধ্যায়কে
জানা গিয়েছে, আজ রবিবার লালবাজার থেকে লকেট চট্টোপাধ্যায়কে ডেকে পাঠানো হল। ভুয়ো তথ্য, অভয়ার ছবি প্রকাশ করা সহ নানা অভিযোগে তাকে তলব করা হয়েছে বলে খবর। আজই লালবাজারে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, ‘এই বিষয়ে আমি কোনও নোটিশ পাইনি। আমায় ডেকে পাঠানোর পরিবর্তে লালবাজার সিবিআইকে সাহায্য করুক। তথ্য লোপাট যাতে না হয় সেদিকে নজর রাখুক।’ শুধু লকেটই নয়, আজ আরও দুজন চিকিৎসককেও ডেকে পাঠানো হয়েছে। কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী তলব করা হয়েছে লালবাজারে। মৃতের পরিচয় প্রকাশ্যের মামলায় এই তলব বলে খবর। তাঁদেরও একই বক্তব্য, কোনও নোটিশ তাঁরা পাননি।
সাত সকালে বিস্ফোরক পোস্ট লকেটের
আজ রবিবার সকালবেলায় বিস্ফোরক পোস্ট করেন বিজেপি নেত্রী। তিনি নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আর জি কর কাণ্ডের তিলোত্তমা এখনও বিচারের অপেক্ষায় কাঁদছে। কিন্তু লালবাজারের এখন একটাই কাজ, সমাজ মাধ্যম ঘেঁটে বিরোধী নেতা নেত্রী ও সাধারণ মানুষের পোস্টের বিচার করা। প্রতিদিন লালবাজার রাজ্যে জুড়ে মানুষকে ডেকে পাঠাচ্ছে আর তাদের করা পোস্টের জবাব চাইছে। এত যে কোটি কোটি মানুষকে লালবাজার ডাকছে রোজ তাদের সবাইকে আটকে রাখার জায়গা লালবাজারে আছে তো? অন্যদিকে চারদিকে চলছে মিছিল, প্রতিবাদ ও নারীদের আন্দোলন। কিন্তু প্রশাসনের তাতে কোন হেলদোল নেই। প্রশাসন লালবাজার কে কাজে লাগিয়েছে সমাজ মাধ্যমে কোন বিরোধী নেতা নেত্রী কি পোস্ট করছেন তা দেখতে এবং সেই দেখে তাদের বিচারসভা বসাতে।’
আর জি কর কান্ডের তিলোত্তমা এখনও বিচারের অপেক্ষায় কাঁদছে। কিন্তু লালবাজারের এখন একটাই কাজ, সমাজ মাধ্যম ঘেঁটে বিরোধী নেতা নেত্রী ও সাধারণ মানুষের পোস্টের বিচার করা। প্রতিদিন লালবাজার রাজ্যে জুড়ে মানুষকে ডেকে পাঠাচ্ছে আর তাদের করা পোস্টের জবাব চাইছে। এত যে কোটি কোটি মানুষকে…
— Locket Chatterjee (@me_locket) August 18, 2024
তিনি আরও লেখেন, ‘প্রশাসনকে আমি একটাই কথা বলতে চাই, সমাজ মাধ্যমের দিকে না তাকিয়ে তিলোত্তমাকে বিচার দিন, সিবিআই কে সাহায্য করুন। শুধু প্রমাণ লোপাট করার জন্য তৎপর হবেন না। তিলোত্তমার পরিবার আশায় বুক বেঁধে আছে যে তাদের মেয়ে খুব শীঘ্রই বিচার পাবে।’
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |